সৌভিক মুখার্জী, কলকাতা: বিহারে ঘটে গেল এক অস্বাভাবিক ঘটনা। ভারতীয় রেলের উপর নির্ভর করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। তবে সেই ট্রেনেই ঘটল রীতিমতো এক সিনেমার দৃশ্য। ভাগলপুর-মুজাফফরপুর জনসেবা ইন্টারসিটি এক্সপ্রেসে ঘটে গেল রুদ্ধশ্বাস ছিনতাই কান্ড (Bihar Theft), যা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ভাইরাল ভিডিও
ঘটনাটি গত 22 জুলাই বিহারের মুঙ্গের জেলার বড়িয়ারপুর স্টেশনের কাছে। প্রথমে ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে Panchayat Wale Bhaiya নামের এক কনটেন্ট ক্রিয়েটর। তবে কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়, আর সবাই শেয়ার করতে শুরু করে। ভিডিওটি দেখে প্রশ্ন উঠতে শুরু করে, চোরটা তাহলে কে? আর কীভাবে সে এত সহজে পালাতে পারল?
কী দেখা গিয়েছে ওই ভিডিওতে?
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, এক ব্যক্তি চলন্ত ট্রেনের দরজার নীচে পাদানিতে ঝুলছে। যাত্রীদের মধ্যে কেউ কেউ চিৎকার করছে, আবার কেউ কেউ বেল্ট দিয়ে থেকে আঘাত করার চেষ্টা করছে। তবে সেই চোর পালানোর আগে হুমকি দিচ্ছে, যদি আমাকে ধরার চেষ্টা করো, তাহলে আমি টেনে তোমাদেরকেও নীচে ফেলে দেব।
তবে এরপর যা ঘটলো, তা একেবারে সিনেমার দৃশ্যকেও হার মানাবে। হ্যাঁ, এরপর একেবারে সিনেমার স্টাইলেই ট্রেনের নীচের অংশে ঝুলে ট্রেনের গেট আঁকড়ে ধরে সে। আর ট্রেনটি যখন সেতু পার করে, তখনই সে ঝোপের মধ্যে লাফ দেয়।
चोरी करना ग़लत है…और उसकी सज़ा भी तय है।
लेकिन ट्रेन में पकड़े गए एक चोर को, जब वो डरकर भागा और दरवाज़े के बाहर लटक गया, तब उसे बचाने की जगह लोग अंदर से पीटते रहे… जैसे उसकी मौत का इंतज़ार कर रहे हों।😡 pic.twitter.com/xvUymFCnoT— 𝙼𝚛 𝚃𝚢𝚊𝚐𝚒 (@mktyaggi) July 25, 2025
তদন্তে রেল পুলিশ
ঘটনাটি প্রকাশ্যে আসতেই রেল পুলিশ তৎপর হয়েছে। জামালপুর রেলওয়ে এসপি রমন চৌধুরী বলেছেন, আমাদের কাছে ভিডিওটি এসেছে। আমরা এ নিয়ে তদন্ত শুরু করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। ঘটনাটি যে অঞ্চলে ঘটেছে, বহুদিন ধরেই ওই এলাকা ছিনতাই আর ডাকাতির জন্য পরিচিত।
এমনকি স্থানীয় যাত্রীরা জানাচ্ছে, এরকম ঘটনা নতুন নয়। প্রায়ই মোবাইল ফোন, ব্যাগ, চেইন টানার মতো ঘটনা ঘটে থাকে। তাদের দাবি, প্রতিটি ইন্টারসিটি এক্সপ্রেসে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রক্ষী দিতে হবে। নাহলে এই অঞ্চল দিয়ে চলাচল করাও সাধারণ মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
আরও পড়ুনঃ হঠাৎ উধাও সব চাকর-বাকর! গুরগাঁওয়ে একসঙ্গে ‘লাপাতা’ শয়ে শয়ে কাজের লোক
প্রসঙ্গত গত কয়েক বছর ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে চলন্ত ট্রেন থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা করে বেড়েছে। চলন্ত ট্রেনের জানলা বা দরজার কাছে দাঁড়ালেই মোবাইল ছিনতাইয়ের ঝুঁকি যেন বেড়ে যায়। অনেক সময় যাত্রীরা ফোনে কথা বলতে বলতে এমন ভাবে দাঁড়ায়, যা চোরদের জন্য সুযোগ হয়ে ওঠে। আর এই ভিডিওটি সেই বাস্তবতাকেই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।