ফোন থেকে বেরিয়ে আসবে DSLR-র মতো ক্যামেরা! আসছে Honor Robot Phone

Honor Robot Phone

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে বড় প্রযুক্তির মেলা CES 2026 শুরু হতেই স্মার্টফোন দুনিয়ায় চমক দিলে Honor। সংস্থাটি এবার তাদের নতুন কনসেপ্টের স্মার্টফোন Honor Robot Phone প্রদর্শন করেছে। ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল- ফোন থেকে অটোমেটিক বেরিয়ে আসবে নড়াচড়া করা ক্যামেরা। আর এই ক্যামেরার প্রযুক্তি অনেকটা জনপ্রিয় DJI Osmo গিম্বল ক্যামেরার সঙ্গেই তৈরি যা ভিডিও বা ছবি তোলার ক্ষেত্রে নয়া অভিজ্ঞতা দেবে।

ফোনের ভিতর থেকে বেরিয়ে আসছে ক্যামেরা

CES 2026-এ প্রদর্শিত Honor Robot Phone-এ দেখা গিয়েছে, ফোনের ভিতরে লুকিয়ে থাকা ক্যামেরা প্রয়োজন অনুযায়ী অটোমেটিক ভাবে বাইরে বেরিয়ে আসে। আর ক্যামেরাটি একটি গিম্বলের মতোই কাজ করছে। ফলত, হাতে ফোন নাড়াচাড়া হলেও ভিডিও সম্পূর্ণভাবে স্থির থাকবে। Honor এর তরফ থেকে প্রকাশিত একটি ডেমো ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরাটি কীভাবে অটো অ্যাঙ্গেল এডজাস্ট করে এবং মুভমেন্ট বুঝে নিজে থেকেই অবস্থান বদলায়। আর এই ক্যামেরা সেটআপ একদিকে যেমন নজরকাড়া, ঠিক তেমনই প্রযুক্তির দিক থেকেও একধাপ এগিয়ে রাখছে এই ফোনকে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর

Honor এর তরফ থেকে জানানো হয়েছে, ক্যামেরা বেরিয়ে আসার পর সেটির উপর একটি স্লাইডিং কভার বসে যায়, যা ক্যামেরাটিকে সুরক্ষা দেয়। আর এই কভার গিম্বল মেকানিজমের অংশ হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে ক্যামেরা ব্যবহার না হলেও নিরাপদে ফোনের ভিতরে থাকবে। এদিকে CES মঞ্চে Honor Robot Phone প্রদর্শন করা হলেও সাধারণ দর্শক এবং সাংবাদিকদের হাতে ফোনটি দেওয়া হয়নি। শুধুমাত্র Honor এর কর্মীরাই ডিভাইসটির কার্যকরিতা এবং ক্যামেরার কাজ লাইভে দেখিয়েছেন।

Honor Robot Phone এর স্পেসিফিকেশন কী রয়েছে?

তবে বড় ব্যাপার, Honor এর তরফ থেকে প্রকাশিত ওই ভিডিওতে স্মার্টফোনটির কোনও স্পেসিফিকেশন জানানো হয়নি। কিন্তু সংস্থা নিশ্চিত করেছে যে, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2026 বার্সেলোনায় এই ফোনটিকে আনুষ্ঠানিকভাবেই লঞ্চ করা হবে। আর তখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি দাম নিয়েও এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। তবে রোবোটিক্স ক্যামেরা কনসেপ্ট স্মার্টফোন ফটোগ্রাফির ভবিষ্যৎ যে বদলে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!

এদিকে CES 2026-এ শুধুমাত্র স্মার্টফোন নয়, বরং আরও একটি নতুন ডিভাইস লঞ্চ হয়েছে। LG তাদের সবথেকে পাতলা OLED টিভি প্রকাশ্যে এনেছে, যার পুরুত্ব মাত্র 9 মিলিমিটার। এমনকি অত্যাধুনিক হার্ডওয়্যার আর নতুন ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই টিভিতে। তাই যারা ধামাকাদার টিভি খুঁজছেন তাদের জন্য এটিও হতে পারে দারুণ অপশন।

1 thought on “ফোন থেকে বেরিয়ে আসবে DSLR-র মতো ক্যামেরা! আসছে Honor Robot Phone”

Leave a Comment