সহেলি মিত্র, কলকাতাঃ বহু শিক্ষক, শিক্ষিকাদের জন্য রইল দারুণ সুখবর। এবার ফ্যামিলি বা পারিবারিক পেনশন (Family Pension) নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দফতর। জানা গিয়েছে, এবার রাজ্য সরকার পোষিত সব কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের পারিবারিক পেনশনের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে লাভবান হবেন বহু শিক্ষক ও শিক্ষা কর্মীরা।
পেনশনের পরিধি বাড়ল শিক্ষক, শিক্ষা কর্মীদের
জানা গিয়েছে, সরকারের এহেন সিদ্ধান্তের ফলে শিক্ষক, শিক্ষা কর্মীদের প্রতিবন্ধী শিশুরাও আজীবন ভাতার জন্য যোগ্য হয়ে উঠবে। সোমবার এমনটাই জানিয়েছেন সরকারের একজন কর্মকর্তা। এই প্রসঙ্গে উচ্চশিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব ছেলেমেয়ে বিশেষভাবে সক্ষম এবং ২৫ বছর বয়সের পরেও আর্থিকভাবে স্বাধীন নন, তারা তাদের বাবা-মায়ের পেনশন পাওয়ার পূর্ণ অধিকারী হবেন।
খুশি শিক্ষকরাও
এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “এর আগে, কর্মচারীর মৃত্যু হলে স্বামী/স্ত্রী পারিবারিক পেনশন পেতেন। গত বছর, সরকার অবিবাহিত, বিধবা বা তালাকপ্রাপ্ত কন্যাদের ২৫ বছর বয়স পর্যন্ত অন্তর্ভুক্ত করার জন্য পারিবারিক পেনশন বাড়িয়েছিল। এখন, রাজ্য এই সুযোগ আরও প্রসারিত করেছে।” এদিকে কলেজের কর্মীরা এই সিদ্ধান্তকে “যুগান্তকারী” বলে স্বাগত জানিয়েছেন। পেনশনের পরিমাণ বেতন এবং চাকরির দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কর্মকর্তারা জানিয়েছেন, পেনশনের জন্য যোগ্যতা অর্জনের জন্য, কর্মীদের কমপক্ষে ১০ বছর চাকরি করতে হবে।
আরও পড়ুনঃ ৯১.০৫ টাকার গণ্ডি পার, ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছল ভারতীয় রুপি
সরকারি পোষিত কলেজে যিনি চাকরি করতেন, এতদিন তাঁর অবর্তমানে তাঁর স্ত্রী পেনশন পেতেন। গত বছর নিয়ম করে দেওয়া হয়, ফ্যামিলি পেনশনের আওতায় ঢুকবেন ওই শিক্ষক বা কর্মীর অবিবাহিত বা বিধবা বা ডিভোর্সি কন্যা সন্তানেরাও। তাঁরা ২৫ বছর বয়সের পরেও এই পেনশনের সুবিধা পাবেন। এ বার সেই ফ্যামিলি পেনশনের পরিধিতে নিয়ে আসা হলো সরকার পোষিত কলেজের শিক্ষক ও কর্মীদের শারীরিক ভাবে বা মানসিক ভাবে অসুস্থ সন্তানদেরও।