ফ্রান্সের সাথে G2G চুক্তির আবেদন! দ্রুত ৯০টি রাফাল কিনতে চায় ভারতীয় বায়ুসেনা

IAF Wants 90 Rafale fighter jets through G2G Deal with France

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তড়িঘড়ি 90টি রাফালে F4 যুদ্ধবিমান কেনার জন্য ফ্রান্সের সাথে সরাসরি গভর্মেন্ট টু গভর্মেন্ট বা G2G চুক্তির সুপারিশ করেছে ভারতীয় বায়ুসেনা (IAF Wants 90 Rafale)। আসলে, গত মে মাসে পাকিস্থানে অপারেশন সিঁদুর চালানোর সময় ভারতীয় বিমান বাহিনী এই যুদ্ধবিমানগুলির প্রয়োজনীয়তা বোধ করেছিল।

সরকারি সূত্র মারফত খবর, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট টেন্ডারকে পাশ কাটিয়ে তাৎক্ষণিক চাহিদা পূরণের জন্যই এবার ফ্রান্সের সাথে সরাসরি চুক্তির প্রস্তাব দিয়েছে IAF।

দুর্বলতা কাটাতেই বড় পদক্ষেপ

ডিফেন্স ডট ইনের রিপোর্ট অনুযায়ী, অপারেশন সিঁদুর চলাকালীন ভারতের কাছে মাত্র 35টি রাফালে ছিল। এই সময়ে ভারতীয় বিমান বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় বিমানের ঘাটতি অনুভব করেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রনের সংখ্যা অত্যন্ত কম।

একসাথে একাধিক ফ্রন্টে কাজ করার জন্য পর্যাপ্ত স্কোয়াড্রন নেই। জানা গিয়েছে, পাকিস্তানের সাথে সংঘর্ষ চলাকালীন ভারতীয় বিমান বাহিনী মাত্র 31টি স্কোয়াড্রন দিয়ে কাজ চালিয়েছিল। রিপোর্ট অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শেষের দিকে মিগ 21 যুদ্ধবিমানের স্কোয়াড্রন শেষ হওয়ার পর ভারতীয় বায়ুসেনার মোট স্কোয়াড্রনের সংখ্যা 29 এ নেমে আসবে। তাই নিজস্ব দুর্বলতা বুঝে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এবার সরাসরি 90টি রাফালে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা। সেই মর্মে কেন্দ্রের কাছে জমা পড়েছে আবেদন!

রাফালের F4 ভেরিয়েন্ট কতটা শক্তিশালী?

ডিফেন্স ডট ইনের রিপোর্ট বলছে, ভারতীয় বিমান বাহিনী বিশ্বাস করে যে, 90টি নতুন রাফালে F4 যুদ্ধবিমান কিনে নেওয়া গেলে ভারতের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, 90টি যুদ্ধবিমান ভারতের ঝুলিতে এলে মোট যুদ্ধবিমানের সংখ্যা গিয়ে দাঁড়াবে 126 এ। বলা বাহুল্য, 2007 সালে MMRCA প্রোগ্রামের অধীনে ভারত শতাধিক যুদ্ধবিমান ব্যবহারের প্রয়োজনীয়তা প্রকাশ করেছিল।

রিপোর্ট অনুযায়ী, F4 ভেরিয়েন্টের যুদ্ধবিমানগুলি বর্তমান F3-R ভেরিয়েন্টের তুলনায় অনেকটাই বেশি উন্নত এবং শক্তিশালী। আসলে এই বিশেষ ভেরিয়েন্টের যুদ্ধবিমানগুলিতে শক্তিশালী AESA রাডার, আপগ্রেডেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং নেটওয়ার্ক সেন্সিং সুবিধা রয়েছে।

রিপোর্ট বলছে, ভারতীয় বিমান বাহিনী এই প্ল্যাটফর্মে দেশীয় অস্ত্র ব্যবস্থা যেমন Astra MK 2 এয়ার টু এয়ার মিসাইল এবং রুদ্রম সিরিজের অ্যান্টি রেডিয়েশন মিসাইল সংহত করার পরিকল্পনা করছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় বিমানবাহিনীর এই নয়া উদ্যোগ আগামী দিনে রাফালের এই F4 ভেরিয়েন্টকে বহুমুখী করে তুলবে। অনেকেই হয়তো জানেন না, ভারত ইতিমধ্যেই নৌ বাহিনীর জন্য 26টি রাফালের চুক্তি স্বাক্ষর করেছে। এবার নতুন করে আরও 90টি রাফালে যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বিমান বাহিনী।

চুক্তি হলে ভারতেই তৈরি হবে রাফালে যুদ্ধবিমান

ডিফেন্স নিউজের রিপোর্ট বলছে, ভারতীয় বায়ুসেনার দাবি মেনে যদি ফ্রান্সের সাথে G2G চুক্তি হয়ে যায়, তবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে ভারতের মাটিতেই তৈরি হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাফালে যুদ্ধবিমান। আপাতত যা খবর, নাগপুর ভিত্তিক কারখানা আগে থেকেই রাফালের বেশ কিছু প্রয়োজনীয় উপাদান তৈরি করে আসছে।

রিপোর্ট বলছে, টাটা অ্যাডভান্সড সিস্টেম সম্পূর্ণ এয়ার ফ্রেম তৈরির চুক্তি পেয়েছে, অন্যদিকে ফরাসি কোম্পানি সাফ্রন ভারতে রাফালের ইঞ্জিনের জন্য একটি রক্ষণাবেক্ষণ মেরামত এবং ওভারহল সুবিধা স্থাপনের পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, ফ্রান্সের সাথে প্রস্তাবিত চুক্তি চূড়ান্ত হলে ভারতে যুদ্ধ বিমানের ইঞ্জিনও তৈরি হবে!

অবশ্যই পড়ুন: বিহারে মহাগঠবন্ধন না বিজেপির সরকার? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনার প্রয়োজন মেনে 90টি রাফালে কিনতে ফ্রান্সের সাথে আনুমানিক 27 বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের। তবে বিশ্লেষকদের মতে, এই বিরাট অঙ্কের চুক্তি ভারতের প্রতিরক্ষা বাজেটের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করবে। এদিকে তাঁরাই আবার বলছেন, পাকিস্তান এবং চিনের চাপ ঠেকাতে বাধ্য হয়েই ওই চুক্তির পথে পা বাড়াতে পারে নয়া দিল্লি।

Leave a Comment