ফ্রিতে ইন্টার্নশিপ ট্রেনিং করে চাকরি, সেরা সুযোগ দিচ্ছে Paytm!

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময়ে দাঁড়িয়ে দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট সংস্থা Paytm এবার হিউম্যান রিসোর্স বিভাগে ইন্টার্ন নিয়োগের (Paytm Internship 2025) বিজ্ঞপ্তি জারি করেছে। জানা যাচ্ছে, এখানে বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং প্রতি মাসে দেওয়া হবে মোটা অংকের স্টাইপেন্ড। তাই যারা ভবিষ্যতে কেরিয়ার গড়তে চাইছেন, তাদের জন্য এটি এটি হতে চলেছে দারুণ সুযোগ।

কিন্তু কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা পূরণ করতে হবে, কীভাবে আবেদন করবেন, কী কী দায়িত্ব সামলাতে হবে, কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, কোথায় ট্রেনিং হবে, সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে হলে অবশ্যই এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Paytm সংস্থা সম্পর্কে তথ্য

Paytm ভারতের শীর্ষস্থানীয় ফিনটেক এবং ডিজিটাল পেমেন্ট সংস্থা। এদের সদর দপ্তর উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত। এটি মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইউটিলিটি বিল পেমেন্ট, সিনেমার টিকিট বুকিং, ট্রাভেল বুকিং, সব পরিষেবা দিয়ে থাকে। এছাড়া Paytm কিউআর কোড ব্যবহার করে দোকান, রেস্তোরাঁ, ওষুধের দোকান, পার্কিং কিংবা টোলগেটে অনলাইন পেমেন্ট গ্রহণ করা হয়। আর এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ইন্টার্নশিপের আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে মূলত যারা ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নেবে, তার আবেদন করতে পারবে। পাশাপাশি 15 জুলাই থেকে 19 আগস্টের মধ্যে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দক্ষতা ও আগ্রহ থাকতে হবে। শুধু তাই নয়, দুই মাসের জন্য নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

হিউম্যান রিসোর্স বিভাগে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের নতুন কর্মীদের অন-বোর্ডিং প্রক্রিয়ায় সাহায্য করতে হবে। এর পাশাপাশি এক্সেল সিটে তথ্য এন্ট্রি করতে হবে ও সঠিকভাবে রেকর্ড বজায় রাখতে হবে। শুধু তাই নয়, বিভিন্ন স্পেশাল প্রজেক্টে অংশগ্রহণ করতে হবে ও প্রক্রিয়া উন্নয়নে সহায়তা করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

যারা এই ট্রেনিংটি নেবেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ট্রেনিংটি ভারতের নয়ডাতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনটি দুই মাসের জন্য হবে। অর্থাৎ দুই মাস নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে নিযুক্ত হলে প্রতি মাসে 2000 টাকা করে এস স্টাইপেন্ড দেওয়া হবে প্রার্থীদের। পাশাপাশি সুপারিশপত্র ও সার্টিফিকেট দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুনঃ SSS ইস্যুতে নয়া মোড়, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এবার মামলা সুপ্রিম কোর্টে

আবেদন পদ্ধতি

এই ইন্টার্নশিপে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নীচ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

বলে রাখা ভালো, এখানে আবেদন করার শেষ তারিখ 16 আগস্ট, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন প্রক্রিয়া সেরে নেবেন।

আবেদন করুন- Click Here

Leave a Comment