সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ ডিসেম্বর, সোমবার। হুমায়ুনের বাবরি মসজিদ, আধার কার্ডে বদল, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে পতন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে SSC
স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের নির্দিষ্ট অমান্য করে গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মীদের যোগ্যদের তালিকা প্রকাশ করতে নারাজ হয়ে এবার সুপ্রিম কোর্টে মামলা করল। ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় দাগি শিক্ষা কর্মীদের নাম ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। কিন্তু যোগ্যদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। আর হাইকোর্ট নতুন পরীক্ষায় যোগ্য প্রার্থীদের বয়সের ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছিল। এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট পুরনো প্যানেল বাতিল করে নতুন পরীক্ষার নির্দেশ দিয়েছিল। তবে চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) এবার যাত্রী প্রতীক্ষালয়ে খোলা হল জুতোর দোকান
পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে সরকারি জাতীয় প্রতীক্ষালয়ে এবার খোলা হল জুতোর দোকান, যা নিয়ে গোটা এলাকায় তোলপাড় পড়েছে। দোকানদার লালটু হেমব্রম জানাচ্ছেন, পঞ্চায়েত সমিতি থেকে মাসে ৫০০ টাকা ভাড়া নিয়ে তিনি এই ব্যবসা করছেন। খড়গপুর ২ পঞ্চায়েত সমিতি বিষয়টিকে স্বীকার করেছে। আর প্রতীক্ষালায় ব্যবহারের জন্য এখনও প্রস্তুত নয়। তাই রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যই দোকান খোলা হয়েছে বলে জানিয়েছেন তারা। কিন্তু স্থানীয় তৃণমূল বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, অভিযোগে গেলে পুলিশ দিয়ে দোকান সরিয়ে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) তলানিতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
দিনের পর দিন ভারতের বৈদেশিক রিজার্ভ তলানিতে ঠেকছে। ২৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ১.৮ বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে ৬৮৬.২ বিলিয়ন মার্কিন ডলারে। আর এর আগের সপ্তাহে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার হ্রাস পেয়েছিল। পতনের মূল কারণ হচ্ছে রুপির বিপরীতে ডলারের শক্তিশালী অবস্থান, পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগের প্রভাব। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫৫৭ বিলিয়ন ডলারে নেমেছে। কিন্তু সোনার মজুদ বেড়ে আবার দাঁড়িয়েছে ১০৫.৭ মিলিয়ন ডলার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বাবরি মসজিদ নির্মাণের জন্য ট্র্যাঙ্কে করে এল টাকা
সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হয়েছে। আর মসজিদ নির্মাণের জন্য হুমায়ুনের বাড়িতে ১১টি ট্র্যাঙ্ক আনা হয়েছে, যেখানে ডোনেশনের টাকা রয়েছে। কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ইতিমধ্যে ৯৩ লক্ষ টাকা জমা পড়েছে। পাশাপাশি এক অজ্ঞাত ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন বলে জানা গিয়েছে। আর টাকা গণনার জন্য বিশেষ মেশিন এবং ৩০ জন কর্মীও নিয়োগ করা হয়েছে। হুমায়ুন দাবি করছেন, বীরভূম, মালদা থেকেও অনুরোধ আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাদেশে পেঁয়াজের দাম ১৫০ টাকা
বাংলাদেশের পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এখন পৌঁছেছে প্রতি কেজি ১৫০ টাকা। হিলি সীমান্তসহ বিভিন্ন বাজারে শুকনো পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকা, পেঁয়াজ কলি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ফের ভারতের কাছ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ৩৫০০ আবেদনকারীর মধ্য থেকে ৫০ জন আবেদনকারীকে নির্বাচন করেই আগামী ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ফ্রিতে ৩০০ জনকে বন্দে ভারতে যাত্রার অনুমতি দিল রেল
হাওড়া-দিল্লি স্পেশাল ট্রেন প্রায় চার ঘন্টা দেরি হওয়ার কারণে এবং পরে কোনও ঘোষণা ছাড়া রওনা দেওয়াতেই যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। রাতভর অপেক্ষার পরে ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে চলে যায়। এতে যাত্রীরা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এবং অফিস ঘেরাও করে। পরে স্পেশাল ট্রেনে উঠতে না পারা প্রায় ৩০ জন যাত্রীকে বিনা টিকিটেই বন্দে ভারত এক্সপ্রেসে তুলে দেওয়া হয়। এর ফলে বন্দে ভারতে অতিরিক্ত ভিড় তৈরি হয়, আর নির্ধারিত সময়ের তুলনায় আধঘন্টা দেরিতে ছাড়ে ট্রেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ব্রিগেডে না যাওয়ার কারণ জানালেন মুখ্যমন্ত্রী
ব্রিগেডে আয়োজিত ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও উপস্থিত হননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইভেন্টে সাধু সন্তু এবং বিজেপি নেতাদের উপস্থিতি একেবারে চোখে পড়ার মতোই ছিল। সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেছেন, এটি বিজেপির অনুষ্ঠান হওয়ায় তিনি যাননি। নিরপেক্ষ হলে যোগ দিতেন বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করলেও বিজেপি যুক্ত কর্মসূচিতে তিনি কোনও নীতি ভেঙে যেতে পারবেন না। তাঁর অনুপস্থিতি ঘিরে বিরোধীদের মধ্যে সমালোচনাও হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভারতে স্টারলিঙ্কের প্ল্যানের দাম ঘোষণা
এলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই ভারতের জন্য ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে প্ল্যানের দামও ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে, মাসিক প্ল্যানের দাম ৮৬০০ টাকা। সঙ্গে আনলিমিটেড ডেটা থাকবে। নতুন গ্রাহকরা ৩০ দিনের ফ্রি ট্রায়াল পাবে এবং সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা কোম্পানি ফেরত দেবে। তবে হ্যাঁ, পরিষেবা ব্যবহার করার আগে গ্রাহকদের একটি কিট কিনতে হবে, যার দাম ৩৪ হাজার টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) রাজন্যার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা
২০২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে এবার রাজন্যা হালদারের বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্যা এবং প্রান্তিক চক্রবর্তী আরজি কর ঘটনার পর সাসপেন্ড হয়েছিলেন এবং শাসক দলের সঙ্গে দূরত্ব দিনের পর দিন আরও বাড়ে। দুর্গাপূজায় বিজেপি নেতার অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় জল্পনা আরও বেড়েছিল। পরে রাজন্যার সোশ্যাল মিডিয়ায় স্বামী বিবেকানন্দের ছবি সহ “গণতন্ত্র ধার চাই” ও “লেটস চেঞ্জ” লেখা পোস্টে রাজনৈতিক মহলে আরও গুঞ্জন ছড়ায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) আধার নিয়ে বিরাট পদক্ষেপ ইউআইডিএআই-এর
ইউআইডিএআই এবার জানাল, আর কাউকে আধার কার্ডের জেরক্স বা হার্ড কপি সঙ্গে রাখতে হবে না। অফলাইনে যাচাই বন্ধ করে দিতে চাইছে তারা এবং এর জন্য নতুন কিউআর ভিত্তিক আধার যাচাই পদ্ধতি চালু করবে। অফলাইনে হোটেল, ইভেন্ট বা ব্যাঙ্কে আধার যাচাই বন্ধ হবে, বরং ডিজিটাল ভাবেই তা যাচাই করা হবে। ইতিমধ্যে বেটা অ্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী ১৮ মাসের মধ্যে গোটা সিস্টেম কার্যকর হবে। এতে পরিচয় জালিয়াতি বন্ধ হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন