বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত সেমিফাইনাল থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় কার্যত ফ্রিতেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ফাইনালে জায়গা পেয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়নস।
তবে বিনা কষ্টের সেই ফসল ভোগ করতে পারল না পাক কিংবদন্তিরা! খোলসা করে বলতে গেলে, সেমিফাইনাল ম্যাচ বয়কট করে গোটা টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করে নেওয়ার পর বিনা কষ্টে ফাইনালে পৌঁছেও সম্মান বাঁচাতে পারল না পাকিস্তান।
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তিদের কাছে একেবারে নাকানি চোবানি খেতে হল মহম্মদ হাফিজদের। বলা বাহুল্য, ফাইনালের মঞ্চে 47 বলে দুরন্ত সেঞ্চুরি করে ফের নিজের জায়গা বোঝালেন এবি ডেভিলিয়ার্স। আর তাতেই বিনামূল্যে পাওয়া ফাইনাল জলে গেল পাকিস্তানের!
পাকিস্তানকে গুঁড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
বিশ্ব লেজেন্ডস লিগের ফাইনালে প্রথম ব্যাট করতে নেমে 195 রান তোলে পাকিস্তান। এরপরই ব্যাট হাতে পাকিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নামে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিরা। প্রতিপক্ষ পাকিস্তান, তাই প্রথম থেকেই ব্যাটে ঝড়ো হাওয়া তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
শনিবার ফাইনালের মঞ্চে, একেবারে একার কাঁধে দায়িত্ব নিয়েই পাকিস্তানকে মাঠ ছাড়া করেছিলেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। বলে রাখি, পাক সমবয়সীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একাই 120 রানের অপরাজিত ইনিংস খেলেন ডেভিলিয়ার্স। আর তাতেই 9 উইকেট হাতে রেখে প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বলে রাখা ভাল, এদিন ডিভিলিয়ার্সের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে 14 বলে 18 রান করেছিলেন কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলা। অন্যদিকে জ্যঁ-পল ডুমিনিও তিন নম্বরে ব্যাট করতে এসে অর্ধশতরানে অপরাজিত ছিলেন। আসলে গতকাল দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের এই ম্যাচ দেখে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ দাবি করছেন, ডেভিলিয়ার্সের রুদ্রমূর্তি দেখেই একেবারে ভয়ে কুঁকড়ে গিয়েছিল পাক দল।
অবশ্যই পড়ুন: জালে উঠল ২ কেজি ৪০০ গ্রামের পদ্মার ইলিশ! বিক্রি হল ১২,৪৮০ টাকায়
উল্লেখ্য, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে না করে দেন ভারতীয় কিংবদন্তিরা। প্রথমে শিখর ধাওয়ান তারপর একে একে যুবরাজ সিং থেকে শুরু করে হরভজন সিং সকলেই পাক দলের বিরুদ্ধে মাঠে নামতে অস্বীকার করেন। তবে অনেকেই স্বপ্ন দেখেছিলেন, গ্রুপ পর্বে না হলেও হয়তো সেমিফাইনালের মঞ্চে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। তবে সেই আশাতেও জল ঢালে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল বয়কট করে গোটা টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেন যুবরাজ সিংরা।