বইমেলা শুরুর দিনক্ষণ ঘোষণা, কতদিন চলবে? সুযোগ পাবে বাংলাদেশ?

Kolkata International Book Fair

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজো পার্বণ শেষ হলেও দুঃখ করার মত কিছু নেই, কারণ বাংলার সবচেয়ে বড় উৎসবের ঢাকের কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে কলকাতা জুড়ে। কারণ বছর পড়তে না পড়তেই ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2026) শুরু হতে চলেছে। আর এ বারের বইমেলার ফোকাল ‘থিম কান্ট্রি’ হতে চলেছে মারাদোনা-মেসির দেশ আর্জেন্টিনা। এমনটাই ঘোষণা করল বইমেলার উদ্যোক্তারা।

কবে থেকে শুরু হবে বইমেলা?

রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ সোমবার, দ্য পার্ক হোটেলে অনুষ্ঠিত হলো সেই বইমেলার সাংবাদিক সম্মেলন। আর সেই সম্মেলনে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে জানানো হয়েছে যে, আগামী ২২ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হতে চলেছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। প্রতি বছরের মত এই বছরেও সল্টলেক করুণাময়ীর বইমেলা প্রাঙ্গণে হবে এই অনুষ্ঠান। আর এই বইমেলা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এছাড়াও বইমেলার থিম কান্ট্রি হিসেবে এই প্রথমবার রাখা হয়েছে আর্জেন্টিনাকে।

Kolkata International Book Fair

থাকবে কোন কোন দেশ এবং রাজ্য?

সাংবাদিক সম্মেলনে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন। বইমেলা নিয়ে নানা ধরনের তথ্য তুলে ধরেন। উদ্যোক্তারা জানান, গত বছর অর্থাৎ ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী, বই বিক্রির পরিমাণ ২৩ কোটি টাকা। এ বছর বইপ্রেমীদের সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী করছেন তাঁরা। তবে এবার আর্জেন্টিনার পাশাপাশি গ্রেট বিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলোম্বিয়া, জাপান, থাইল্যান্ডও অংশ নেবে। রাজ্যের ক্ষেত্রে অংশ নেবে উত্তরপ্রদেশ, কর্নাটক, ওড়িশা, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশও।

আরও পড়ুন: এটাই আমার ঘর, এটাই আমার সংসার..৭ বছর পর তৃণমূলে ফিরে বললেন শোভন চট্টোপাধ্যায়

উল্লেখ্য, ভিক্টোরিয়া ওকোম্পো-রবীন্দ্রনাথ সম্পর্কের জোরে ভারত তথা বাংলার সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক এখনও বেশ শক্তপোক্ত। আর এই সম্পর্কের জোরেই আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে কলকাতায় আসতে চলেছেন আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই সেই অনুষ্ঠানের আগ্রহ যে মেসি ভক্তদের কাছে অনেকটাই বেশি তা সকলেই বেশ বুঝতে পারছে। অন্যদিকে আগামী ২৪ ও ২৫ জানুয়ারি শুরু হতে চলেছে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল বা KLF।

Leave a Comment