বকেয়া সাড়ে তিন লক্ষ! বনগাঁর বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল দপ্তর

Bangaon

প্রীতি পোদ্দার, কলকাতা: বিদ্যুৎ বিলের বকেয়া ছাড়িয়েছে তিন লাখ! অবশেষে সেই বিল না মেটানোর কারণে এবার বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর! ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঠিক কী হয়েছে?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের গোপালনগরের পাল্লা এলাকায় ভাই জয়দেব মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর। অভিযোগ, বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে করা ওই মিটারের মোটা অঙ্কের বিদ্যুৎ বিল দীর্ঘদিন ধরেই বকেয়া রয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার বিল বকেয়া পড়ে রয়েছে। তাই শেষ মুহূর্তে এদিন এলাকায় গিয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জয়দেব মজুমদারের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে কটাক্ষ তৃণমূলের

বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ভাই জয় মজুমদার দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল জমা না করায় বকেয়ার পাহাড় বেশ বেড়েছে। আর তাতেই বড় সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ দফতর। এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেন, যেখানে সাধারণ মানুষের কয়েক হাজার টাকা বিদ্যুৎ বিল বাকি থাকলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেখানে একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকা অত্যন্ত লজ্জার। এঁরাই সমাজের কলঙ্ক। পাশাপাশি, তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান।

আরও পড়ুন: ৪ মাসে জীবনকৃষ্ণের স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে ২৬ লক্ষ টাকা! বিস্ফোরক দাবি ED-র

পাল্টা দাবি বিজেপি বিধায়কের

ভাই জয়দেব মজুমদারের বিদ্যুৎ বিল সংক্রান্ত অতিরিক্ত বকেয়া নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে সেইসময় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দাবি করেন যে, তাঁর বাড়িতে তিনটি বিদ্যুৎ সংযোগ আছে। এর মধ্যে তাঁর ভাই জয়দেব মজুমদারের নামে যে মিটারটি রয়েছে তা বেশ কয়েক মাস ধরেই সমস্যা হচ্ছে। সেই কারণে ইলেকট্রিক সাপ্লাই অফিসে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বিধায়কের পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবার কথা বলা হয়। এখানেই থামেননি তিনি। বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যা নিয়ে শাসক দল যেভাবে কুমন্তব্য করছে তাঁর বিরুদ্ধে খুব শীঘ্রই মানহানির মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

Leave a Comment