সহেলি মিত্র, কলকাতা: পশ্চিমবঙ্গে DA বিতর্ক যেন দিনে দিনে এক নতুন মাত্রা পাচ্ছে। মামলাটিকে জলঘোলার শেষ নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০২৫ সালের ২৭ জুনের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারকে. তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা মেটাতে ব্যর্থ হয় সরকার। উল্টে আদালতের আরো বেশ কিছু সময় চেয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার। আর এই ঘটনাই মেনে নিতে না পেরে চরম পদক্ষেপ নিলেন সরকারি কর্মীরা। তাঁরা এবার সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করলেন।
সরকারের বিরুদ্ধে মামলা করলেন সরকারি কর্মীরা
এর আগে সরকারি কর্মী তা থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা জানিয়েছিলেন রাজ্য সরকার বকেয়া ডিএ বাঁ মহার্ঘ্য ভাতা মেটাতে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন। আর যেমন কথা তেমন কাজ। সুপ্রিম কোর্টে মামলা ঠুকলেন কর্মীরা। জানা গিয়েছে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ডিএ সংক্রান্ত আদালত অবমাননার মামলাটি লড়বেন ফিরদৌস শামিম।
মামলাকারীদের বক্তব্য, শীর্ষ আদালত ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটানোর যে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, তা অমান্য করেছে রাজ্য সরকার। সময়সীমা পার হয়ে গেলেও এখনও কোনও রাজ্য সরকারি কর্মীকে বকেয়া ডিএ দেওয়া হয়নি। এতে আদালতের অবমাননা হয়েছে।
উঠল চাকরি বাতিলের প্রসঙ্গ
সবথেকে বড় কথা, এই মামলার মাঝেই প্রায় ২৬,০০০ চাকরি বাতিলের প্রসঙ্গও উঠেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে তারা ২০০৮ সালের ১লা এপ্রিল থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ-কে মান্যতা দিচ্ছে। এদিকে হলফনামায় আবার রাজ্য সরকার জানিয়েছে যে বিপুল সংখ্যক কর্মচারী এবং দীর্ঘ সময় ধরে বকেয়া থাকার কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো একটি বিশাল আর্থিক বোঝা। আর তাই কমপক্ষে আরও ছয় মাস সময় চেয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ হলুদ ধাতুর ঝলকানিতে মধ্যবিত্তর বুক ধুকপুকানি! আজকের সোনা, রুপোর দর
অন্যদিকে সরকারি কর্মীদের বক্তব্য, ২৬ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে অযোগ্যদের থেকে বেতন ফেরত নেওয়ার জন্য শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকার সেই বেতন ফেরত নিচ্ছে না। সেই বেতন ফেরত নিলেও তো অর্থ সংকট কিছুটা মিটতে পারে। এদিকে সেই অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত না নিয়েও আদালত অবমাননাই করছে রাজ্য সরকার। সবমিলিয়ে রাজ্য সরকারের চাপ বাড়াতে চলেছেন কর্মীরা।