সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে। যদিও কবে থেকে এটি লাগু হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আসলে অষ্টম বেতন পে কমিশন এবং পরবর্তী DA/DR কবে ঘোষণা হবে সেই নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। তবে এত কিছুর মাঝে, সরকার মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছে কেন্দ্রীয় সরকার।
ডিএ/ডিআর নিয়ে বিরাট আপডেট
কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সাথে সম্পর্কিত একটি বড় অগ্রগতি হিসেবে এখন অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে যে কোভিড-১৯ সময়কালে আটকে রাখা মহার্ঘ্য ভাতা (DA) এবং মহার্ঘ্য ত্রাণ (DR) এর বকেয়া টাকা এখনই মেটানো হবে না। মহামারী পরবর্তী দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের জানুয়রি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত আরোপিত ১৮ মাসের ডিএ/ডিআর ফ্রিজ পুনর্বিবেচনা করা হবে কিনা, এই প্রশ্ন সংসদে উত্থাপিত হওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে।
উদ্বেগের কথা উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “২০২০ সালে মহামারীর প্রতিকূল আর্থিক প্রভাব এবং সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক পদক্ষেপের অর্থায়নের আর্থিক বোঝা ২০২০-২১ অর্থবছরের পরেও অব্যাহত ছিল। তাই, বকেয়া ডিএ/ডিআর পরিশোধ করা সম্ভব বলে মনে করা হয়নি।”
বড় মন্তব্য অর্থ মন্ত্রকের
অর্থ প্রতিমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারী/পেনশনভোগীদের ০১.০১.২০২০ (১ জানুয়ারি, ২০২০), ০১.০৭.২০২০ (১ জুলাই, ২০২০) এবং ০১.০১.২০২১ (১ জানুয়ারী, ২০২১) থেকে প্রদেয় মহার্ঘ্য ভাতা (ডিএ)/মহার্ঘ্য ত্রাণ (ডিআর) এর তিনটি কিস্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোভিড-১৯ এর প্রেক্ষাপটে”। সরকারের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ এমন এক সময়ে এসেছে যখন অষ্টম বেতন কমিশন নিয়ে জল্পনা তীব্র হয়েছে, যা জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। তবে, এই কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে গঠিত হয়নি।
আরও পড়ুনঃ টানা ৩ দিন দরপতন, মধ্যবিত্তদের মুখে হাসি ফোটাচ্ছে সোনা, রুপোর দাম! আজকের রেট
এটি লক্ষণীয় যে, নতুন বেতন কমিশন কার্যকর হলে, স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুসারে, ডিএ শূন্যে নামিয়ে আনা হবে। যাইহোক, বর্তমানে, সপ্তম বেতন কমিশনের অধীনে সরকারি কর্মীরা ৫৫% হারে ডিএ পাচ্ছেন।