বঙ্গোপসাগরে ঘনীভূত অতি নিম্নচাপ, কাল থেকে দক্ষিণবঙ্গে শীতে ব্রেক! বৃষ্টি হবে?

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এর ভ্রূকুটির মাঝে বাংলায় যেন সেই চেনা শীত ফিরে এসেছিল। বলা ভালো প্রয়োজনের তুলনায় বেশিই শীত ফিরে এসেছে বাংলায়। বীরভূম থেকে শুরু করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বাঁকুড়া, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। তবে এখনই কিন্তু এত খুশি হওয়ার কিছু নেই, কারণ ফের একবার শীতের পথে বাধা হয়ে দাঁড়াল গভীর নিম্নচাপ। তাও কিনা আবার অতি গভীর নিম্নচাপ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কি এই কনকনে শীতের মাঝে বৃষ্টি হবে বাংলায়? চলুন জেনে নেবেন আবহাওয়ার আপডেট।

ফের শীত কমবে বঙ্গে?

লাগাতার কয়েকদিন একটু গরম থাকার পর গত দুদিন হল একটু শীত শীত অনুভূতি পাচ্ছিলেন বাংলার মানুষ। আকাশও এদিকে আবার একটু মেঘলা। যাইহোক, আলমারিতে তুলে রাখা সোয়েটার, মাফলার, শাল ফের এক এক করে বেরোতে শুরু করছিল। কিন্তু নতুন করে বাংলার আকাশে ঘনাতে শুরু করেছে দুর্যোগের কালো মেঘ। আর এই দুর্যোগের কালো মেঘ যেন বাংলার আকাশ থেকে সরতেই চাইছে না। এই দুর্যোগ নতুন করে বাংলায় শীত ঢোকার পথে জগদ্দল পাথরের মতো দাঁড়াতে চলেছে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। কিন্তু তার পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মতো বেড়ে যাবে।

জানা গিয়েছে, বর্তমানে বঙ্গোসাগরে যে ‘সিস্টেম’ আছে, তার প্রভাবে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্তও পশ্চিমবঙ্গের সম্ভাবনা নেই। আপাতত বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও আশঙ্কা এখনও অবধি রয়ে গিয়েছে। বুধবার রাতে ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে যে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল, সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

ফের সাগরে তৈরি হল গভীর নিম্নচাপ

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কা উপকূলের কাছে অবস্থান করছে সেই গভীর নিম্নচাপ। যা আজ বৃহস্পতিবার দুপুরের আগেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। যদিও এটি শেষমেষ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা সেদিকে তীক্ষ্ণ নজর রয়েছে হাওয়া অফিসের।

Leave a Comment