বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের থমকাবে শীত? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরে হালকা শীতের (Weather Update) বিষন্নতা কাটিয়ে অবশেষে রাজ্যে পাকাপাকিভাবে প্রবেশ করল শীত। সকালের ঠান্ডা হাওয়া, কম তাপমাত্রা এবং কুয়াশার দাপট- সব মিলিয়ে এখন থেকে বঙ্গে জমে উঠছে শীতের আমেজ। লাগাতার ৩ দিন কলকাতায় রাতের তাপমাত্রা ১৫ এর ঘরে। পশ্চিমে জেলাগুলিতে তাপমাত্রা আরও কমেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত রাজ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং ক্রমেই বাড়বে শীতের অনুভূতি।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে। তবে এর কোনো প্রভাব বঙ্গের আবহাওয়া পড়বে না। তাইতো বঙ্গে অবাধেই ঢুকছে উত্তুরে হাওয়া। নেই কোনো বৃষ্টির সম্ভাবনা। এককথায় এইমুহুর্তে বঙ্গোপসাগরে কম শক্তিশালী একাধিক সিস্টেম থাকলেও শীতের ইনিংসে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই উল্টে চলতি উইকেন্ডে আরও জমিয়ে নামবে শীতের আমেজ। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বজায় থাকবে। শহর থেকে জেলা সর্বত্রই জাঁকিয়ে বসবে শীত। আগামীকালও তাপমাত্রার পারদ ঘোরাফেরা করবে স্বাভাবিকের চেয়ে নীচে। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে, যার ফলে দৃশ্যমানতা কমে থাকবে, তবে বেলা বাড়লে পরিষ্কার থাকবে আকাশ। দিনেও থাকবে শীতের অনুভূতি। সব মিলিয়ে মোটের উপর উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়ার ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন: কোচবিহার থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ বার্তা মমতার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলায় স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পংয়ে তাপমাত্রা ৫ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আপাতত এখন কয়েকদিন সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, কিছু জায়গায় দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ মিটারেরও নীচে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে রবিবার সকালে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে।

Leave a Comment