বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে নিম্নচাপ! সোম থেকেই বৃষ্টির তাণ্ডব, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: টানা বৃষ্টির দাপট অনেকটাই কেটেছে দক্ষিণবঙ্গের আকাশে। মাঝে মাঝে মেঘ কেটে গিয়ে উঠেছে রোদ। এইমুহুর্তে বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে এখনই পুরোপুরি কমবে না বৃষ্টি। কারণ রাজ্যে এই মুহূর্তে বর্ষা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। এদিকে বৃষ্টি হলেও অস্বস্তিকার আবহাওয়া এখনই কমবে না। বাড়বে ভ্যাপসা গরমের দাপট।

এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে এবার উঠে এল ফের ঘূর্ণাবর্ত চোখ রাঙানি। শেষ পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা বর্তমানে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে।

আশঙ্কা করা হচ্ছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে।

এবং মঙ্গলবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে বজ্র বিদ্যুৎ এর সম্ভাবনা। তবে মঙ্গলবারের পর থেকে আপাতত আর কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য! অধ্যাপক রাজদীপ মাইতিকে শিক্ষা দিল পড়ুয়ারা

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

এইমুহুর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজকের মত আগামীকালও উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যার রেশ থাকবে আরও কিছু দিন। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

Leave a Comment