সহেলি মিত্র, কলকাতা: একটানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ। চারিদিকে জল থৈথৈ অবস্থা। এদিকে উত্তরবঙ্গের একাধিক নদী ফুঁসছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্ব বিহারের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা পশ্চিম দিকে সরেছে এবং আপাতত উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা সাড়ে চার কিমি। এছাড়া, মৌসুমি অক্ষরেখা অমৃতসর, চণ্ডীগড়, লখনউ হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, ক্যানিং ছুঁয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যাইহোক, আজ বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টির মাত্রা। চলুন তাহলে এক নজরে দেখে নেবে কোন কোন জেলায় দুর্যোগ নামবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ বুধবার থেকে নতুন করে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন (Weather Today) অনুযায়ী, এদিন ভারী বৃষ্টি (৭-১১ সেমি)-র সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদীয়া জেলায়। বাকি জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। মৌসুমি অক্ষরেখার দাপটে আজও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও অর্থাৎ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দুর্যোগের আভাস দিয়েছে আলিপুর।
আগামীকালের আবহাওয়া
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা আরও বেশ খানিকটা বাড়বে। এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলা যেমন কোচবিহার এবং মালদা জেলায় ভারী বৃষ্টি চলবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি চলবে।