বছরে ৬৫ দিন বন্ধ, দেখুন পশ্চিমবঙ্গে ২০২৬ এর স্কুল ছুটির তালিকা

School Holidays List 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ গড়িয়ে ২০২৬ পড়েছে। তবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই ২০২৬ শিক্ষাবর্ষের স্কুল ছুটির তালিকা (School Holidays List 2026) প্রকাশিত হয়েছে যা রাজ্যের সমস্ত সরকার, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে কার্যকর হচ্ছে। কিন্তু কোন কোন দিন ছুটি থাকছে আর কোন কোন দিন স্কুলে পালন হবে? বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি। আমরা নিচে প্রতিটি মাসভিত্তিক ছুটির তালিকা আলাদা ভাবে আলোচনা করলাম।

জানুয়ারি মাস

জানুয়ারি মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ জানুয়ারি বৃহস্পতিবার, ইংরেজি নববর্ষ।
  • ১২ জানুয়ারি সোমবার, স্বামী বিবেকানন্দ জয়ন্তী। এদিন ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।
  • ২৩ জানুয়ারি শুক্রবার, সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিনও ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।
  • ২৬ জানুয়ারি সোমবার, প্রজাতন্ত্র দিবস। এদিনও ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।

ফেব্রুয়ারি মাস

ফেব্রুয়ারি মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৪ ফেব্রুয়ারি বুধবার, শবে বরাত।
  • ১৫ ফেব্রুয়ারি রবিবার, শিবরাত্রি।

মার্চ মাস

মার্চ মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৩ মার্চ মঙ্গলবার, দোলযাত্রা।
  • ৪ মার্চ বুধবার, হোলি।
  • ১৭ মার্চ মঙ্গলবার, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম দিবস।
  • ২১ মার্চ শনিবার, ঈদুল ফিতর।
  • ২৬ মার্চ বৃহস্পতিবার, রামনবমী।
  • ৩১ মার্চ মঙ্গলবার, মহাবীর জয়ন্তী।

এপ্রিল মাস

এপ্রিল মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৩ এপ্রিল শুক্রবার, গুড ফ্রাইডে।
  • ১২ এপ্রিল মঙ্গলবার, ডঃ বি আর আম্বেদকরের জন্ম দিবস।
  • ১৫ এপ্রিল বুধবার, বাংলা নববর্ষ।

মে মাস

মে মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১ মে শুক্রবার, মে দিবস এবং বুদ্ধ পূর্ণিমা।
  • ৯ মে শনিবার, রবীন্দ্র জয়ন্তী।
  • ১১ থেকে ১৬ মে গরমের ছুটি।
  • ২৭ মে বুধবার, ঈদ-উজ-জ্জোহা

জুন মাস

জুন মাসে শুধুমাত্র ২৬ জুন শুক্রবার মহরম উপলক্ষে সমস্ত সরকারি স্কুল ছুটি থাকবে।

জুলাই মাস

জুলাই মাসে শুধুমাত্র ১৬ জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে স্কুলে ছুটি পাওয়া যাবে।

আরও পড়ুন: EPFO-র মাসিক বেতনের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার কথা ভাবছে কেন্দ্র

আগস্ট মাস

আগস্ট মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১৫ আগস্ট শনিবার, স্বাধীনতা দিবস। এদিন ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।
  • ২৬ আগস্ট বুধবার, ফতেয়া দোয়াজ দাহাম।
  • ২৮ আগস্ট শুক্রবার, রাখি বন্ধন।

সেপ্টেম্বর মাস

সেপ্টেম্বর মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ৪ সেপ্টেম্বর শুক্রবার, জন্মাষ্টমী।
  • ৫ সেপ্টেম্বর শনিবার, শিক্ষক দিবস। এদিন ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।
  • ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বিশ্বকর্মা পূজা।
  • ২৬ সেপ্টেম্বর শনিবার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে এদিন ক্লাস না হলেও বিদ্যালয়ে পালন হবে। অর্থাৎ স্কুলে যাওয়া লাগবে শিক্ষার্থীদের।

অক্টোবর মাস

অক্টোবর মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ২ অক্টোবর শুক্রবার, গান্ধী জয়ন্তী।
  • ১০ অক্টোবর শনিবার, মহালয়া।
  • ১৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পূজার ছুটি।

নভেম্বর মাস

এমনিতেই নভেম্বর মাসে ১২ তারিখ অবধি প্রতিটি সরকার ও সরকার পোষিত স্কুলে পূজার ছুটি রয়েছে। তাছাড়া বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ১৫ নভেম্বর রবিবার, বিরসা মুন্ডার জন্ম দিবস এবং ছট পূজা।
  • ১৬ নভেম্বর সোমবার, ছট পূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি।
  • ২৪ নভেম্বর মঙ্গলবার, গুরু নানকের জন্ম দিবস।

আরও পড়ুন: বাজেটের আগেই কেন্দ্রের কাছে ১.৯৭ লক্ষ কোটি টাকা চাইল রাজ্য সরকার

ডিসেম্বর মাস

ডিসেম্বর মাসে বিদ্যালয় ছুটি থাকছে নিম্নলিখিত দিনগুলিতে—

  • ২৫ ডিসেম্বর শুক্রবার, বড়দিন।
  • ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকের বিবেচনার আওতায় সরকারি স্কুলে ছুটি পাওয়া যেতে পারে।

যেমনটা জানা যাচ্ছে, এবার প্রথম পর্বে মোট ১৭ দিন ছুটি থাকবে, দ্বিতীয় পর্বে মোট ১৫ দিন এবং তৃতীয় পর্বে মোট ৩৩ দিন ছুটি থাকবে। অর্থাৎ, মোট ৬৫ দিন ছুটি পাবে সরকারি স্কুলের শিক্ষার্থীরা। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, ১৩ জুলাই সোমবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার স্কুলগুলি কবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। ১ ফেব্রুয়ারি রবিবার, গুরু রবিদাসের জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গের জেলাগুলিতে ছুটি থাকবে। ৪ এপ্রিল শনিবার, ইস্টার স্যাটারডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে। আর ৩০ জুন মঙ্গলবার, হুল দিবস উপলক্ষে আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য ছুটি থাকবে।

Leave a Comment