বছর শেষের আগেই অকাল মৃত্যু মোহনবাগানকে আইলিগ জেতানো ফুটবলারের

Mohun Bagan Super Giant former footballer death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর শেষের আগেই অকাল প্রয়াণ মোহনবাগানের (Mohun Bagan Super Giant) প্রাক্তন ফুটবলারের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 35 বছর। জানা যায়, প্রাক্তন সবুজ মেরুন ডিফেন্ডার সুখেন দে পেশায় একজন রেলকর্মী ছিলেন। শুক্রবার রেলের অফিসে কাজ করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। সবচেয়ে দুঃখের বিষয়, আর কয়েকটা দিন পরই 1 জানুয়ারি। আর সেদিনই ছিল সুখেনের জন্মদিন। তবে নিজের জন্ম দিবসের আগেই পরলোক গমন করলেন মোহনবাগানের আইলিগ জয়ী দলের সদস্য। এদিকে প্রাক্তন বাগান তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সবুজ মেরুন সহ ইস্টবেঙ্গল থেকে অন্যান্য দলের কর্মকর্তারা।

অবশ্যই পড়ুন: নিজের বাড়ি থাকলেই মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে দেড় লাখ টাকা! দুর্ধর্ষ প্রকল্প ব্যাঙ্কের

মোহনবাগানকে আই লিগ জিতিয়েছিলেন সুখেন

2014-15 আই লিগে মোহনবাগানের অপপ্রতিরোধ্য পারফরমেন্সের কথা মনে থাকবে সকলের। বারাসাতের মাঠে স্পোর্টিং গোয়ার বিরুদ্ধে নেমেছিল সবুজ মেরুন। সেখানেই প্রতিপক্ষের প্লেয়ারদের আটকে নিজের ক্ষমতা দেখিয়েছিলেন বঙ্গ ডিফেন্ডার সুখেন। তাঁকে থামাতে একপ্রকার হিমশিম খেতে হয়েছিল প্রতিপক্ষের প্লেয়ারদের। অনেকেই বলেন, সে বার সুখেনের দাপটে ম্যাচ জিতেছিল মোহনবাগান। সেটা না হলে হয়তো আই লিগ চ্যাম্পিয়নই হাওয়া হত না সবুজ মেরুনের।

অবশ্যই পড়ুন: আজ থেকেই বাংলায় SIR-র হেয়ারিং! কোথায় হবে শুনানি, কী কী ডকুমেন্ট দরকার?

সুখেনের ঘনিষ্ঠমহলে কান পাতলে শোনা যায়, ছোটখাটো চেহারার ছেলেটা ফুটবল পায়ে একেবারে দানবের ভূমিকায় থাকতেন। মোহনবাগানের হয়ে প্রতিপক্ষের প্লেয়ারদের বোকা বানিয়ে গোল করার কাজটা ভালোই করতেন বাংলার সুখেন। বিদেশি প্লেয়ারদের সামনে নিজের কেরামতি দেখানো কতটা কঠিন কাজ সেটা বোঝেন ভারতীয় ফুটবলাররা। তবে বাংলার সুখেনের সামনে একটা সময় এই কাজ ছিল একেবারে জলভাত। একেবারে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে বাগানের হয়ে বহু টুর্নামেন্টে পাথর ভেঙেছেন সুখেন। সেই ফুটবলারই যে এত কম বয়সে চলে গেছে সেটা যেন বিশ্বাসই করতে পারছে না কলকাতা ময়দান।

Leave a Comment