প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা শ্রাবণে রাজ্য জুড়ে চলছে দুর্যোগের তাণ্ডব। বিগত কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টির দরুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বাদ যায়নি উত্তরবঙ্গও। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির জেরে তিস্তার জল বিপদসীমা অতিক্রম করেছে রাস্তাঘাটে আচমকা ধস নামছে। সিকিমের অবস্থা খুবই দুর্বিষহ। তবে এবার বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তরের শেষ আপডেট অনুযায়ী, এইমুহুর্তে ঘুর্ণাবর্ত আপাতত বিহার ও সংলগ্ন উত্তরবঙ্গ এবং সিকিমের উপরে রয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা মুজাফফরপুর, পূর্ণিয়া হয়ে বহরমপুরের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। তাই সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এখন নেই। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। জেনে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার সম্পর্কে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার ছুটির দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। সকাল থেকেই থাকবে মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। শুধু তাই নয়, বাকি জেলাতেও সমান তালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার এবং বুধবার থেকে আবহাওয়ার অনেক উন্নতি হবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি অনেকটা বাড়বে।
আরও পড়ুন: সাদা বিষ! ৪২৮০ কেজি পনির মাটিতে পুঁতে দিল কেন্দ্র
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত একই হাল উত্তরবঙ্গে। দিন রাত ভারী বৃষ্টির জেরে উত্তরের একাধিক জেলায় ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে উত্তরবঙ্গের উপরের প্রায় সব জেলায় অতিবৃষ্টির চরম সর্তকতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এছাড়াও আশঙ্কা দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।