প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি দুর্যোগ। কর্মব্যস্ততার মাঝে ক্রমাগত এই বৃষ্টি খানিক বিরক্ত তৈরি হয়েছে সাধারণের মনে। এদিকে হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে যে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তের ভ্রূকুটি, তবে ভ্যাপসা গরমের দাপট এখনই কমছে না। ক্রমেই বাড়তে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
হাওয়া অফিসের শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের কারণে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তার ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও সোমবার দক্ষিণের এবং উত্তরের প্রায় সব জেলাতেই সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে সব জেলাতেই। একনজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
আজকের মত আগামীকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন।
আগামীকাল মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
আরও পড়ুন: শান্তনু সেন ডিগ্রি মামলায় হাইকোর্টে ঘুরে গেল খেলা, বড় রায় বিচারপতি সিনহার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তরবঙ্গেও একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়।
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী শনিবার পর্যন্ত এমনই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনার কথা জানানো হয়েছে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।