বড়দিনের আগেই মেগা কামব্যাক শীতের? ৬ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Weather Today Winter

সহেলি মিত্র, কলকাতাঃ শীত তো শীত, এবার রাজ্যের অধিকাংশ জায়গায় গভীর থেকে অতি গভীর কুয়াশার জন্য বাড়তি সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। আজ শনিবার থেকে পরবর্তী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে খবর। এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এখন আপাতত উত্তুরে হাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। আজ সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে শীতের তীব্রতা। তবে কি ইউটার্ন মারল শীত? বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়ার দফতরের মতে, অন্যান্য দিনের মতো আজও বীরভূম, হাওড়া, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলায় ঠান্ডা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

হাওয়া অফিস জানাচ্ছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতেও। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতের জন্য হা হুতাশ করছে দক্ষিণবঙ্গ। তবে অবশ্য আবার বেশিদিন এই শীতের জন্য অপেক্ষা করতে হবে না। বড়দিন থেকেই আবহাওয়ার আসল খেলা শুরু হবে বলে শোনা যাচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক ভাবে শীতের দাপট বেশি থাকলেও আগামী দু’এক দিনের মধ্যে তাপমাত্রায় বড়সড় পতনের সম্ভাবনা নেই। দার্জিলিং ও কালিম্পং বাদে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাগুলিতে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পাহাড়ি দুই জেলার সর্বনিম্ন পারদ ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যেই থাকবে।

কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়?

এখন সকলের তরফে একটাই প্রশ্ন উঠছে, কবে থেকে বাংলায় ফের জাঁকিয়ে শীত পড়বে? মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বরের পর থেকে শীতের তীব্রতা আরও বাড়বে গোটা কলকাতার সহ দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৩ থেকে ১৪ ডিগ্রি কাছাকাছি চলে যাবে কলকাতায়।

Leave a Comment