প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই ২৫ ডিসেম্বর। তাই সেই ফেস্টিভ আনন্দে এখন থেকেই আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা শহর। এমতাবস্থায় গতকাল ১৫ তম কলকাতা ক্রিসমাস ফেস্টিভালের উদ্বোধন করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পার্কস্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে এদিন উৎসবের হিড়িক বেড়ে যাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি।
বড়দিনের উৎসবের উদ্বোধন মমতার
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অ্যালেন পার্কে আনুষ্ঠানিক ভাবে বড়দিনের উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালেন পার্ক ছাড়াও রাজ্যের আরও ১৪ টি জায়গায় একই সঙ্গে ক্রিসমাস উৎসবের সূচনা করেছেন তিনি। চলতি বছরে কলকাতার বড়দিনের উৎসব ১৫ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে মমতা এদিন মঞ্চে বলেন, “ আমি ছোটবেলা থেকেই মধ্যরাতের প্রার্থনায় থাকতাম। এখনও থাকি। আমরা বরাবরই সব ধর্মকে পালন করি, সব ধর্মকে নিজেদের উৎসব বলে মনে করি। কারণ বাংলার মানুষরা মেলা, খেলা সব ভালোবাসে। এক্ষেত্রে সবার মনে আনন্দ আনবে।” এদিন তিনি আরও বলেন, “এমনিতেই বহু টেনশন কেন, একটু রিল্যাক্স থাকাও দরকার। আর সেই কারণেই উৎসব।”
পার্ক স্ট্রিটে দুইদিন গাড়ি চলাচল বন্ধ
ক্রিসমাস উৎসবের শুভ উদ্বোধনের দিন মঞ্চে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়ান, ইন্দ্রনীল সেন। তাছাড়া মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক এবং মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিংও উপস্থিত ছিলেন। গতকালই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন এই অনুষ্ঠান ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে তবে ডেকোরেশন আর স্টল থাকবে ৫ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটে গাড়ি চলাচল বন্ধ থাকবে কারণ অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে। সেখানে শুধু হাঁটা যাবে। সবশেষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “মানবিকতা থেকে বড় আর কিছু পৃথিবীতে নেই। সবাই ভাল থাকবেন, ভাল রাখবেন।”
আরও পড়ুন: SIR শুনানির তদারকিতে এবার মাইক্রো অবজার্ভার নিয়োগ! বড় সিদ্ধান্ত কমিশনের
প্রসঙ্গত, বছরের এই বড়দিনের সময় পার্ক স্ট্রিটে বিপুল জনতার ভিড় প্রায়ই নজর কাড়ে। গান, নাচ-সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরও রঙিন হয়ে ওঠে ক্রিসমাসের ফেস্টিভ্যাল সন্ধ্যা। যদিও গত বুধবার রাতে আলো জ্বালিয়ে পরীক্ষা করে নেওয়া হয়েছে সমস্ত আলো। অ্যালেন পার্কের পাশাপাশি পুরো পার্ক স্ট্রিট চত্বর জুড়ে থাকছে খাবারের একাধিক স্টল। সবমিলিয়ে চলতি বছরের বড়দিনও বেশ মজাই কাটতে চলেছে সকলের।