বড়দিনে দক্ষিণবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা! বাড়বে কুয়াশার দাপট, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: লা নিনা এবং উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে এবার জাঁকিয়ে শীত (Weather Update) পড়বে বলে অনেকেই ভেবেছিল। কিন্তু নভেম্বরের শুরু থেকে সেই ঠাণ্ডা একদমই দেখা যায়নি। পরে যদিও ডিসেম্বরের শুরুর দিকে জাঁকিয়ে ঠাণ্ডা পড়লেও স্থায়িত্ব খুবই কম ছিল। তার উপর বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের একদমই দেখা নেই। যার ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বড়দিনে কেমন থাকবে আবহাওয়া। এবার সেই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

বড়দিন প্রায় দোরগোড়ায়, এদিকে কলকাতা বা দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা চোখে দেখায় যাচ্ছে না। শীতের আমেজ বজায় থাকলেও দাপুটে শীতের আমেজ নেই বললেই চলে। কলকাতা-সহ অনেক জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হবে না। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ডিসেম্বরের পর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ওদিকে সকালের দিকে কুয়াশার দাপটও বেশির ভাগ জেলায় দেখা যাচ্ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে দিনের উষ্ণতা সামান্য বাড়তে পারে, ফলে সকালের ও সন্ধ্যার ঠান্ডা তুলনায় কম অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের তাপমাত্রা ১১-১২ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে নামতে পারে। মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: ‘মেসির আশেপাশে অরূপ বিশ্বাসের ৩০০ জন ছিলেন!’ একের পর এক বোমা ফাটালেন শতদ্রু

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে ভরপুর শীত। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা সঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তবে আগামী বেশ কয়েকটা দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলা অর্থাৎ মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a Comment