সহেলি মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস পড়তে না পড়তে দিঘায় (Digha) ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। অবশ্য জগন্নাথ মন্দির খোলার পর থেকেই দিঘায় পর্যটকদের ভিড় আগের তুলনায় নাকি অনেকটাই বেড়েছে বলে দাবি হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীরা। তবে এখন দিঘা গেলে নতুন চমক অপেক্ষা করবে সকলের জন্য। আপনিও কি আজ কালের মধ্যে বাংলার এই জনপ্রিয় পর্যটনস্থলে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি।
দিঘায় শুরু হচ্ছে বিচ ফেস্টিভ্যাল
আপনিও কি জানতে ইচ্ছুক এখন দিঘায় কী চলছে যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে? তাহলে জানিয়ে রাখি, বড়দিনের প্রাক্কালে দিঘায় শুরু হয়েছে বিচ ফেস্টিভ্যাল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আলোর রোশনাইয়ে ঢেকে গিয়েছে সমুদ্র সৈকতটি। যে কারণে এখন পর্যটকরাও খুশিতে ডগমগ। কারোর নতুন বিয়ে হয়েছে হানিমুনে গিয়েছেন, কেউ সোলো ট্রাভেল করছেন তো কেউ পরিবার নিয়ে ঘুরতে গিয়েছেন সেখানে। আর সেখানে গিয়েই এই চমক পেয়ে বেজায় খুশি সকলে।
আরও পড়ুনঃ ভাইরাল নিশা চট্টোপাধ্যায়ের পুরনো ভিডিও! দলের মান বাঁচাতে রাতারাতি প্রার্থী বদল হুমায়ুনের
এদিকে বড়দিন আসতে হাতে মাত্র ১টা দিন। তারপরেই রয়েছে বর্ষবরণ, ২০২৬ সালকে স্বাগত জানানোর পালা। এই দুই ব্যাপারকেও মাথায় রেখে দিঘায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যার মধ্যে অন্যতম বড় আকর্ষণ হল গোয়ার মতো ক্রুজে ভ্রমণ। হ্যাঁ এই বড়দিনে আপনিও চাইলে দিঘার সমুদ্রে ভেসে বেরাতে পারবেন ক্রুজে করে। এমনকি এই ক্রুজে দাঁড়িয়ে বা বসে থেকে আপনি আতশবাজির খেলাও দেখতে পাবেন।
৪ দিন দিঘায় যান নিয়ন্ত্রণ, জানাল পুলিশ
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি এবং ৩০ ও ৩১ ডিসেম্বর ‘দিঘা বিচ ফেস্টিভ্যাল’ ও বর্ষবরণ ঘিরে এ বারও বছরের শেষ ক’টা দিন সৈকত শহরে আছড়ে পড়েছে পর্যটকদের ভিড়। এই বিপুল জনজোয়ারে যাতে ট্র্যাফিক ব্যবস্থা ভেঙে না পড়ে, তার জন্য এখন থেকেই ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোমবার প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, উৎসবের দিনগুলিতে দিঘায় যথেচ্ছ যান চলাচল করবে না। বিশেষ করে অটো ও টোটোর দাপট নিয়ন্ত্রণে থাকবে, বলা ভালো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হবে।
সোমবার তমলুকের নিমতৌড়িতে পুলিশ লাইনের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার মিতুনকুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস। সেখানেই পুলিশের পক্ষ থেকে দিঘায় প্রবেশের জন্য রুট ম্যাপও প্রকাশ করা হয়। পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, ‘বড়দিন ও বর্ষবরণের দিঘায় বহু মানুষের সমাগম ঘটে। পর্যটকদের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঠিকঠাক রাখতে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। সেগুলি বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ পিছিয়ে গেল গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, কবে হবে? প্রকাশ্যে নতুন তারিখ
অতিরিক্ত পুলিশ সুপার (কাঁথি) অতীশ বিশ্বাস বলেন, ‘দিঘাকে যানজট মুক্ত রাখতে ২৪ ও ২৫ ডিসেম্বর এবং ৩০ ও ৩১ ডিসেম্বরের মতো উৎসবের দিনগুলিতে দিঘার প্রবেশদ্বার থেকে কোনও ভাবে টোটো প্রবেশ করতে পারবে না। পর্যটকদের এবং রুটের সমস্ত বাস, প্রাইভেট গাড়ি বাইপাস হয়ে যাতায়াত করবে। উৎসবে আসা গাড়ির কথা মাথায় রেখে দিঘায় মোট সাতটি পার্কিং পয়েন্ট করা হচ্ছে। সেখানেই পর্যটকেরা তাঁদের গাড়ি রাখবেন। সেই সঙ্গে ওই দিনগুলিতে যাতে কোনও রকম অশান্তি সৃষ্টি না হয়, সে দিকে আমাদের বিশেষ নজর থাকবে।’