প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৫ ডিসেম্বর, তাই এখন থেকেই শহর জুড়ে যেন আলোর ঝলকানি শুরু হয়ে গিয়েছে। বরাবর পার্কস্ট্রিট থেকে ধর্মতলা কিংবা ভিক্টোরিয়া, ইকো পার্ক, সায়েন্স সিটির মতো জনবহুল পিকনিক স্পটগুলোতে ২৫ ডিসেম্বর মাত্রাতিরিক্ত ভিড় হয়। সেক্ষেত্রে রাস্তার যানজট অনেকের সমস্যার কারণ হওয়ায় বেশিরভাগ মানুষই সঠিক সময়ে মেট্রো ধরতে পারে না, তাই এবার সেই সমস্যা দূর করতে স্বস্তির খবর দিল কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro)। জানা গিয়েছে, বড়দিনে সাধারণ সময়ের তুলনায় অনেক রাত পর্যন্ত মেট্রো চলবে।
ব্লু এবং গ্রিন লাইনে ব্যাপক সুবিধা
মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, ব্লু লাইনে ২৭২ টি মেট্রোর বদলে ২২৪টি মেট্রো চলবে। গ্রিন লাইনে চলবে মোট ২০১টি মেট্রো। ব্লু লাইনে প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। অন্য দিকে গ্রিন লাইনে ৬ মিনিট অন্তর মিলবে পরিষেবা। এছাড়াও ২৫ ডিসেম্বর ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা থাকবে। দুই লাইনেই শেষ মেট্রো ছাড়ার সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একটা নির্দিষ্ট সময়ে দুটি মেট্রোর সময়ের ব্যবধানও কমছে ওই দিন। জানা গিয়েছে, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে দশটায়। আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে।
ব্লু লাইনের শেষ মেট্রো কটায়?
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়া হয়ে থাকত সকাল ৬.৫৪ মিনিটে, তবে ২৫ ডিসেম্বর সেই মেট্রো পাওয়া যাবে ৬.৫০ মিনিটে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। পাশাপাশি শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টায়। দুপুর ২টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ব্লু লাইনে ৭ মিনিট অন্তর মেট্রো পাবেন যাত্রীরা।
গ্রিন লাইনে শেষ মেট্রো কটায়?
ব্লু লাইনের মত গ্রিন লাইনেও একাধিক সুবিধা দেওয়া হচ্ছে বড়দিন উপলক্ষে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো মিলবে সকাল ৬টা ৪৫ মিনিটে। অন্যদিনের মতোই ওইদিনও সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৫৫ মিনিটে। তবে ওইদিন ১০টা ২০ মিনিটে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্কের উদ্দেশে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে। এবং এই লাইনে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
আরও পড়ুন: ‘জানুয়ারির প্রথমেই মহার্ঘ ভাতার রায়? ‘মমতার না হলেও এদের জেল হবে!’ বিস্ফোরক কর্মীদের নেতা
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর উপলক্ষে পার্কস্ট্রিট ও মধ্য কলকাতায় লক্ষাধিক মানুষের ভিড় হয়। সেই ভিড় যাতে কোনো যাতায়াতে কোনো প্রভাব ফেলতে না পারে তার জন্য এই বিশেষ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে। অর্থাৎ, বড়দিনে পার্কস্ট্রিট থেকে বাড়ি ফিরতে তাহলে আর কোনও রকম সমস্যা হবে না যাত্রীদের। তবে বড়দিনে ইয়োলো, পার্পল এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক দিনের মতোই মেট্রো পরিষেবা দেওয়া হবে।