বড় উপহার Jio-র! 5G গ্রাহকরা বিনামূল্যে পাচ্ছে ৩ মাসের JioHotstar সাবস্ক্রিপশন

JioHotstar Subscription

সৌভিক মুখার্জী, কলকাতা: টেলিকম দুনিয়ায় ফের চমক দিল রিলায়েন্স Jio। হ্যাঁ, এবার সংস্থাটি ঘোষণা করেছে যে, সমস্ত 5G ব্যবহারকারীদের 90 দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্য JioHotstar সাবস্ক্রিপশন (JioHotstar Subscription) দেওয়া হবে। তাই OTT প্রেমীদের জন্য এটি হতে চলেছে এক্কেবারে সোনায় সোহাগা।

উল্লেখ্য, সম্প্রতি রিলায়েন্স জিও’র সঙ্গে Hotstar হাতে হাত মিলিয়েছে। ফলে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের নতুন নাম তৈরি হয়েছে JioHotstar। আর এর রিচার্জ প্ল্যানে আগের মতোই ডেটা সুবিধার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে বিনোদনের অফার মিলছে।

কারা পাবেন এই সুবিধা?

প্রসঙ্গত, যে সকল জিও গ্রাহকরা প্রতিদিন ন্যূনতম 2GB ডেটা প্ল্যান রিচার্জ করেন বা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করছেন, তাদের জন্যই এই অফার দেওয়া হবে। যদি আগে থেকে এই সুবিধা নিয়ে থাকেন, তাহলে আর নতুন করে সাবস্ক্রিপশন নিতে হবে না। তবে যারা এখনো এই সুবিধা নেননি, তাদের জন্য 90 দিনের ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা থাকছে।

এক্ষেত্রে জেনে রাখা ভালো, শুধুমাত্র মোবাইলের জন্য নয়, বরং স্মার্ট টিভি বা ল্যাপটপেও ফ্রি কনটেন্ট দেখা যাবে এই সাবস্ক্রিপশন নিলে। হ্যাঁ, সিনেমা বলুন বা সিরিজ, খেলাধুলা, সবই একেবারে হাতের মুঠোয়। তাই সময়ের মধ্যেই এই অফারটিকে শুধু লুফে নিতে হবে।

আরও পড়ুনঃ কাশ্মীরে ভারতীয় সেনার অপারেশন আখালে শহিদ ২ জওয়ান, আহত আরও ৪

কীভাবে অ্যাকটিভ করবেন?

এই অফারটিকে অ্যাকটিভ করার জন্য প্রথমে JioHotstar অ্যাপ ডাউনলোড করতে হবে, কিংবা ওয়েবসাইটেও যেতে পারেন। এরপর আপনার 5G জিও নম্বরটি দিয়ে লগইন করতে হবে। এরপর OTP দিয়ে ভেরিফাই করতে হবে। এবার পরবর্তী 90 দিন বিনা খরচায় JioHotstar-র সমস্ত ভিডিও কন্টেন্ট উপভোগ করতে পারবেন।

Leave a Comment