বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বহু আগেই। সম্প্রতি লাল বলের ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এবার সেই খেলোয়াড়ই টি-টোয়েন্টিতে ফিরতে চাইলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের মাঝেই হিটম্যান স্পষ্ট জানালেন, 20 ওভারের ঘরোয়া ফরম্যাটে ফিরছেন তিনি (Rohit Sharma T20 Comeback)। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির নকআউট পর্বের ম্যাচগুলিতে মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে তাঁকে। সেক্ষেত্রে, রোহিত খেললে প্রতিপক্ষের সামনে মুম্বইয়ের শক্তি যে বাড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না।
রোহিতের আগমনে শক্তি বাড়বে মুম্বইয়ের
আপাতত যা খবর, আগামী 12 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত ইন্দোরে গড়াবে সৈয়দ মুস্তাক আলির চূড়ান্ত পর্ব। সেই আসরে রোহিতের উপস্থিতি মুম্বইকে নতুন আলো দেখাবে সে কথা বলাই যায়। এ প্রসঙ্গে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, রোহিত শর্মা নিজে থেকেই মুম্বইয়ের হয়ে টি-টোয়েন্টি ঘরোয়া ফরম্যাট অর্থাৎ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তে সেটাই দলের জন্য সবচেয়ে বড় বার্তা।
বলাই বাহুল্য, চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে মুম্বই। একের পর এক আসরে ক্ষমতা দেখিয়েছে তারা। লিগ পর্বের 5 ম্যাচের 4টিতেই জিতে এই মুহূর্তে এ গ্রুপের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। ফলে টুর্নামেন্টের নক আউটে জায়গা হওয়াটা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর তার ঠিক আগেই রোহিত শর্মার মতো বড় মাপের খেলোয়াড়কে ফের দলে পাওয়া ভাগ্যের বিষয় বলেই মনে করছে মুম্বই ম্যানেজমেন্ট। এতে দলের বাকিদের আত্মবিশ্বাসও চওড়া হবে।
অবশ্যই পড়ুন: মুম্বইকে দুই গোল, দ্বিতীয় সেমি জিতে সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গলকে বেগ দিতে তৈরি গোয়া
উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসরের পর বর্তমানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই রয়েছেন রোহিত শর্মা। সূত্রের খবর, কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে রোহিত অবশ্য জানিয়েছিলেন তাঁর ঘরোয়া টি-টোয়েন্টি খেলতে সমস্যা নেই। এবার সেই মতোই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামতে চলেছেন তিনি।