বড় ব্যাটারি, শক্তিশালী প্রসেসর! লঞ্চের দিনই iQOO 15-এ মিলছে প্রায় ১০ হাজার টাকা ছাড়

iQOO 15

সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। কারণ, ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে আবারও ঝড় তুলল iQOO এর নতুন iQOO 15 মডেল। চলতি বছরের 26 নভেম্বর ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার পর আজ 1 ডিসেম্বর দুপুর বারোটা থেকেই এই ফোনটি বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। আর চিনে অক্টোবর মাসে আত্মপ্রকাশ করা এই মডেলটি ইতিমধ্যেই বাজারে নজর কেড়েছে। কিন্তু কী ফিচার্স রয়েছে এই ফোনটির?

iQOO 15 এর প্রধান ফিচার্স

iQOO 15 ফোনটিতে এমন সব স্পেসিফিকেশন দেওয়া রয়েছে, যা এটিকে এই সেগমেন্টের ফোনের মধ্যে অনন্য করে তুলছে। এই ফোনটিতে পাওয়া যাবে 6.85 ইঞ্চির একটি Samsung M14 AMOLED ডিসপ্লে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট 144Hz। পাশাপাশি ফোনটিতে Qualcomm এর নতুন ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া রয়েছে। আর সর্বোচ্চ 16GB পর্যন্ত RAM সাপোর্ট করবে। এদিকে ফোনটিতে বিশাল একটি 7,000mAh এর ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। ফোনটি দুটি রঙের ভেরিয়েন্টে বাজারে এসেছে। আর তা হল Alpha Black এবং Legend White।

দাম কত এই মডেলের?

জানা যাচ্ছে, iQOO 15 ফোনটি ভারতের বাজারে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। আর সেগুলি হল—

  • 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 72,999 টাকা এবং
  • 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 79,999 টাকা।

বলাবাহুল্য, আজ থেকে এই ফোনটি পাওয়া যাবে অ্যামাজন, iQOO e-Store এবং Vivo এক্সক্লুসিভ স্টোরে। আর দেশের অন্যান্য অফলাইন রিটেইল আউটলেটগুলোতে ফোনটি বিক্রি শুরু হয়েছে আজ দুপুর 12টা থেকে।

রয়েছে একাধিক ডিসকাউন্ট

তবে গ্রাহকদের জন্য লঞ্চ উপলক্ষে বেশ কিছু আকর্ষণীয় অফার ঘোষণা করেছে এই কোম্পানি। ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট হিসেবে সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে ফোনটিতে। পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের 7000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফলে 12GB + 256GB ভেরিয়েন্টের দাম দাঁড়াচ্ছে 64,999 টাকা এবং 16GB + 512GB ভেরিয়েন্টের দাম দাঁড়াচ্ছে 71,999 টাকা।

আরও পড়ুন: ফের বিলম্বের মুখে মাধ্যমিকের টেস্ট পেপার! কবে প্রকাশ্যে আনবে পর্ষদ? বড় আপডেট

এছাড়া এক্সচেঞ্জ বোনাস হিসেবে সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। পুরনো স্মার্টফোনের বদলে গ্রাহকরা সেই পরিমাণ এক্সচেঞ্জ বোনাস পেতে পারে। তবে তা নির্ভর করবে পুরনো ফোনের ব্র্যান্ড এবং কন্ডিশনের উপর। এদিকে অতিরিক্ত ডিসকাউন্ট কুপনে 1000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। পাশাপাশি নো-কস্ট ইএমআই এর সুবিধা পাওয়া যাচ্ছে সর্বোচ্চ 24 মাস পর্যন্ত। তাই যারা ধামাকাধার কোনও ফোন কিনতে চাইছেন, তাদের জন্য এটি দারুণ বিকল্প।

Leave a Comment