বড় লাফ রাঙামতির, রানী ভবানীর! পরশুরামের কী হাল? দেখুন টিআরপি তালিকা

সহেলি মিত্র, কলকাতাঃ ফের ওলটপালট হয়ে গেল টিআরপি তালিকা (TRP List)। এমনিতে যত সময় এগোচ্ছে ততই যেন বাংলা সিরিয়ালগুলির রমরমা বাড়ছে। জি বাংলা হোক বা স্টার জলসা, কোন চ্যানেল সব থেকে বেশি সিরিয়াল আনবে এবং টিআরপি তুলবে সেই নিয়ে যেন এক অঘোষিত প্রতিযোগিতা চলে প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহেই এই দুই বড় বাংলা চ্যানেলের মধ্যে টিআরপির হাতানোর লড়াই চলে রীতিমতো। এবারেও তার কোনও ব্যতিক্রম ঘটল না। কিন্তু আপনি কি জানেন এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল, জি বাংলা নাকি স্টার জলসা কে বাজিমাত করল? চলুন জেনে নেবেন।

এই সপ্তাহের বেঙ্গল টপার কে?

আপনিও কি সিরিয়াল দেখতে পছন্দ করেন? আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল এই সপ্তাহে বেঙ্গল টপার হল? তাহলে জানিয়ে রাখি, আগের সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপার হল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক।’ ৭.১ রেটিংস পেয়ে প্রথম হয়েছে মেগাটি। অপরদিকে ৬.৯ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে স্টার জলসার রাঙামতি তিরন্দাজ। অপরদিকে ৬.৫ রেটিংস পেয়ে তৃতীয় হয়েছে স্টার জলসারই রাণী ভবানী। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। অর্থাৎ এই সপ্তাহে প্রথম তিনে স্লট হারিয়েছে জি বাংলা। এখন নিশ্চয়ই ভাবছেন বাকি সিরিয়ালগুলির কী অবস্থা? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

বেঙ্গল টপার- পরশুরাম 7.1
দ্বিতীয়- রাঙামতি 6.9
তৃতীয়-রাণী ভবানী 6.5
চতুর্থ- পরিণীতা 6.3
পঞ্চম- চিরদিনই তুমি যে আমার 6.1

ষষ্ঠ- ও মোর দরদিয়া 5.9

সপ্তম- জগদ্ধাত্রী,জোয়ার ভাঁটা 5.8

অষ্টম- চিরসখা 5.7

নবম- আমাদের দাদামণি, ফুলকি 5.5

দশম- লক্ষ্মী ঝাঁপি 5.4

Leave a Comment