বড় সিদ্ধান্ত রাহানের, এই দলের অধিনায়কত্ব ছাড়লেন ভারতীয় তারকা

Ajinkya Rahane steps down Mumbai cricket captain big update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টোরি শেয়ার করে, রাহানে জানিয়ে দিয়েছেন, আসন্ন ঘরোয়া মরসুমে তিনি আর মুম্বই দলের অধিনায়ক থাকছেন না। সেই মতোই, গত বছর মুম্বইকে রঞ্জি ট্রফি জেতানো তারকা ব্যাটসম্যান এবার দলটির অধিনায়কের পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন।

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত রাহানের?

বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার স্পষ্ট লেখেন, মুম্বই দলের অধিনায়কত্ব করা এবং চ্যাম্পিয়নশিপ জেতা একটি পরম সম্মানের বিষয়। নতুন ঘরোয়া মরসুমের জন্য একজন নতুন নেতা তৈরি করার সঠিক সময় এটাই। আমি বিশ্বাস করি, এখনই দলের জন্য যোগ্য অধিনায়ক তৈরি করা যাবে। তাই আমি অধিনায়কের ভূমিকা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।

এরপরই, কিছুটা আবেগঘন সুরে নাইট তারকা লিখেছেন, একজন খেলোয়াড় হিসেবে আমি আমার সেরাটা দিতে সম্পূর্ণ রূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং দলের হয়ে আরও ট্রফি জিততে আমি আমার যাত্রা অব্যাহত রাখব। নতুন মরসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

Ajinkya Rahane steps down Mumbai cricket captain big update

অবশ্যই পড়ুন: যোগ রয়েছে রামজন্মভূমির! শিরোনামে সূর্য কুমারের হাতঘড়ি, দাম জানলে চমকে যাবেন!

উল্লেখ্য, অজিঙ্কা রাহানের দেখানো পথে হেঁটে 2024-25 মরসুমে ইরানি ট্রফিও জিতেছিল মুম্বই। তবে নতুনদের জন্য জায়গা করে দিতে এবার অধিনায়কের পদটা খালি করলেন তিনি। বলা বাহুল্য, দীর্ঘ সময় জাতীয় দল থেকে বিচ্ছিন্ন এই 37 বছর বয়সী ক্রিকেটার আসন্ন 19তম প্রথম শ্রেণীর মরসুমে মুম্বই দলের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে রয়েছেন। বলে রাখি, রাহানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Leave a Comment