বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারালেও দ্বিতীয় ম্যাচে (India Vs South Africa) এসে আটকে গিয়েছে ভারত। মূলত দুর্বল বোলিং এবং খারাপ ব্যাটিং অর্ডার নিয়ে সহজ প্রতিপক্ষের সামনে ডুবেছে গৌতম গম্ভীরের দল। একদিকে ঘাড়ের চোট নিয়ে ফিরে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন সহ অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে, অধিনায়ক হিসেবে মান রক্ষা করতে পারছেন না সূর্যকুমার যাদব। 20 ওভারের ক্রিকেটে দাপুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত হলেও গত দুই ম্যাচেই ব্যর্থ হয়েছেন অভিষেক শর্মা। আর এগুলিই ভারতের হারের কারণ। তাই তৃতীয় টি-টোয়েন্টিতে পরাজয় এড়াতে দলে বড়সড় বদল প্রয়োজন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে রবিবার দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ম্যাচে হারাতে কোন একাদশে ভরসা রাখতে পারে ভারত?
বাদ গিল, অভিষেকের সাথে ওপেনিং করবেন ইনি!
শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজ নয় বরং এবছর এশিয়া কাপে টি টোয়েন্টিতে কামব্যাক করেই ভক্তদের নিজের ব্যর্থতা দেখিয়েছেন শুভমন গিল। অনেকেই মনে করেন, 20 ওভারের সংস্করণ তার সাথে মানানসই নয়। যার প্রমাণ সাম্প্রতিক পারফরমেন্স। প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ম্যাচে 4 এবং গত ম্যাচে শূন্যতে আউট হয়ে মাঠ ছেড়েছিলেন গিল। বেশ কয়েকটি সূত্র বলছে, তৃতীয় টি-টোয়েন্টিতে মান বাঁচাতে শুভমনকে বাদ দিয়ে একাদশে নামানো হতে পারে সঞ্জু স্যামসনকে। মনে করা হচ্ছে এই খেলোয়াড়ই অভিষেক শর্মার সাথে ওপেনিং জুটি বাঁধবেন।
বাদ পড়বেন দুবে, এন্ট্রি হবে গম্ভীরের প্রিয় পাত্র রানার?
গত ম্যাচে দলের কঠিন সময় দক্ষিণ আফ্রিকার সামনে ভরসার কাঁধ হয়ে উঠতে পারেননি অলরাউন্ডার শিবম দুবেও। এদিন 1 রানেই মাঠ ছেড়ে ছিলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবেকে বিশ্রামে পাঠিয়ে আপাতত তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ফিরতে পারেন গম্ভীরের প্রিয় পাত্র হর্ষিত রানা। কেননা, বল হাতে দাপট দেখানোর পাশাপাশি সাম্প্রতিককালে ব্যাটিংয়েও নিজের ক্ষমতা জাহির করছেন রানা। তাছাড়াও কিছুদিন আগেই প্রধান কোচ গম্ভীর খোলসা করেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রানাকে একজন দক্ষ অলরাউন্ডার হিসেবে 8 নম্বর পজিশনে দেখতে চাইছেন তিনি। কাজেই তৃতীয় টি-টোয়েন্টিতে রানাকে খেলানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আপাতত যা খবর, এছাড়া ভারতের একাদশে আর কোনও বদল আসবে না।
অবশ্যই পড়ুন: ভারতে প্রথম, বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যেই তৈরি হল রেডরোড
তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরাহ।