সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ করতে সবাই চায়। তবে আবার অনেকে বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটকেই বেছে নেয়। কারণ, এখানে টাকার নিরাপত্তা পাওয়া যায়, পাশাপাশি চড়া হারে সুদও দেওয়া হয়। তবে এখন দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হারে (Fixed Deposit Interest Rate) অনেকটাই পরিবর্তন করেছে। কোন ব্যাঙ্ক কতটা সুদ দিচ্ছে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোন ব্যাঙ্কে কত সুদ মিলছে?
বর্তমান সুদের হারে ব্যাঙ্কগুলি নিম্নলিখিত হারে সুদ দিচ্ছে—
- এইচডিএফসি ব্যাঙ্কে বর্তমানে তিন বছর মেয়াদী স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে ৬.৪৫% হারে সুদ পাওয়া যাচ্ছে। তবে সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত ৬.৯৫% হারে সুদ পাবে।
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বর্তমানে তিন বছর মেয়াদী ফিক্সড ডিপোজিটে ৬.৩% সুদ পাওয়া যাচ্ছে। তবে সিনিয়র সিটিজেনরা ৬.৮% হারে সুদ পাবে।
- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বর্তমানে তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৬% হারে সুদ পাওয়া যাচ্ছে এবং সিনিয়র সিটিজেনরা পাবে ৭.১% হারে সুদ।
- কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে বর্তমানে তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৭% হারে সুদ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সিনিয়ার সিটিজেনরা ৭.২% হারে সুদ পাবে।
- আইসিআইসিআই ব্যাঙ্কে বর্তমানে তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.৬% সুদ পাওয়া যাচ্ছে। সিনিয়র সিটিজেনরা ৭.২% হারে সুদ পাবে।
- কানাড়া ব্যাঙ্কে বর্তমানে তিন বছরের ফিক্সড ডিপোজিটে ৬.২৫% সুদ পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা ৬.৭৫% সুদ পাবে।
তবে বলে রাখি, ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ক্ষেত্রে অবশ্যই সবদিক ভালোভাবে বিবেচনা করবেন। কারণ, বিভিন্ন ব্যাঙ্কের নিয়ম আলাদা আলাদা থাকে। বিনিয়োগের ক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নেবেন। ফিক্সড ডিপোজিট মানেই নিশ্চিত আয়। তবে বুঝে শুনে দেশের সরকারি ব্যাঙ্কগুলোতে বিনিয়োগ করার চেষ্টা করবেন। কারণ, সেক্ষেত্রে টাকার নিরাপত্তা পাওয়া যায়।