বদলেছে সুদের হার, এই ব্যাঙ্কগুলিতে FD করলেই লক্ষ্মীলাভ

Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগের ক্ষেত্রে এখনো অনেকে ফিক্সড ডিপোজিটকেই (Fixed Deposit) বেছে নেয়। কারণ, শেয়ারবাজারে ঝুঁকিয ছাড়া নিশ্চিন্তে সুদ পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম এটাই। তবে সাম্প্রতিক সময়ে দেশের একাধিক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড়সড় পরিবর্তন এনেছে। হ্যাঁ, কোথাও বা বেড়েছে আবার কোথাও কমেছ। আজকের প্রতিবেদনে জানবো, এমন কিছু ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সম্পর্কে, যারা সর্বোচ্চ হারে সুদ দিচ্ছে।

স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে গ্রাহকদের জন্য ঘোষণা করেছে যে, সব মেয়াদের ফিক্সড ডিপোজিতে সুদের হার ০.২০% কমানো হচ্ছে। আর ১৬ মে থেকেই তা কার্যকর হয়েছে। উল্লেখ্য, এর মাত্র একমাস আগেই এপ্রিলের মাঝে মাঝে সময়ে সুদের হার কমিয়েছিল এসবিআই। ফলে সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রবীণ নাগরিক, প্রত্যেকের পকেটেই চাপ পড়েছে।

তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, সম্প্রতি আরবিআই মনিটরী পলিসির মিটিংয়ে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়ার পরেই স্টেট ব্যাঙ্কের এই বড়সড় পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশনার সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্ক এবার ধাপে ধাপে তাদের সুদের হার পরিবর্তন করছে।

কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে

এক নজরে দেখে নিন, বর্তমানে দেশের শীর্ষস্থানীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হার সম্পর্কে—

  • এইচডিএফসি ব্যাঙ্ক বর্তমানে ১৮ থেকে ২১ মাসের এফডিতে সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং প্রবীর নাগরিকদের ৭.১০% হারে সুদ দিচ্ছে।
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৩৯১ দিন থেকে ২৩ মাস মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে।
  • আইসিআইসিআই ব্যাঙ্ক ২ বছর বা তার বেশি মেয়াদের ফিক্সিড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে।
  • ফেডারেল ব্যাঙ্ক ৯৯৯ দিনের ফিক্সিড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৭০% এবং প্রবীণ নাগরিকদের ৭.২০% সুদ দিচ্ছে।
  • স্টেট ব্যাঙ্ক ২ থেকে ৩ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৪৫% এবং প্রবীণ নাগরিকদের ৬.৫% সুদ দিচ্ছে।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৩৯০ দিনের মেয়াদে সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% সুদ দিচ্ছে।
  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট সাধারণ গ্রাহকদের ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের ৭.১০% হারে সুদ দিচ্ছে।

আরও পড়ুনঃ মার্ক জুকারবার্গের বিরুদ্ধেই মামলা করল মার্ক জুকারবার্গ! কারণ জানলে ভিমড়ি খাবেন

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, বর্তমানে সুদের হার ক্রমাগত ওঠানামা করছে। তাই ফিক্সড ডিপোজিট করার ক্ষেত্রে কোন ব্যাঙ্ক কত হারে রিটার্ন দিচ্ছে, সেই সম্পর্কে ভালোভাবে যাচাই করে নিন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা হারে সুদের হার থাকছে। তাই অবশ্যই বাজার পরিস্থিতি এবং সমস্ত তথ্য বিশ্লেষণ করেই সিদ্ধান্তের পথে এগোবেন।

Leave a Comment