বদলে গেল কলকাতা মেট্রো অ্যাপের নাম

AAMAR KOLKATA METRO

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা মেট্রো যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এমনিতে যাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষ একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে। একের পর এক রুটে চলতে শুরু করেছে মেট্রো পরিষেবা। আগামী দিনে লাইনে আরও বেশ কিছু রুট রয়েছে। শুধু তাই নয়, গঙ্গার নিচে দিয়ে চালকবিহীন মেট্রো চালানোরও পরিকল্পনা করছে কলকাতা মেট্রো। এসবের মাঝেই বিরাট বদল ঘটাল রেল। আসলে এবার মেট্রো রেল অ্যাপের নাম বদলে দিল কর্তৃপক্ষ। নিশ্চয়ই ভাবছেন কী নাম? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

নাম বদলে গেল মেট্রো রেল অ্যাপের

কলকাতা মেট্রো ৩ আগস্ট যাত্রীদের জন্য “আমার কলকাতা মেট্রো অ্যাপ” (AAMAR KOLKATA METRO) চালু করেছে। এটি কেবলমাত্র বিদ্যমান মেট্রো রাইড কলকাতা অ্যাপের নামের পরিবর্তন। অ্যাপটি CRIS দ্বারা তৈরি করা হয়েছে এবং শুরু থেকেই যাত্রীদের মধ্যে এটি বেশ জনপ্রিয়। মেট্রো রাইড কলকাতা অ্যাপটি ২০২২ সালে অ্যান্ড্রয়েডে এবং ২০২৪ সালে আইফোনে চালু হয়েছিল। এখন পর্যন্ত, ১২.৩০ লক্ষ যাত্রী অ্যান্ড্রয়েডে এবং আরও ৭৬,০০০ জন আইফোনে এই অ্যাপটি ব্যবহার করছেন।

মেট্রো রেল অ্যাপের সুবিধা কী?

যাত্রীরা এই অ্যাপটি ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাদের স্মার্ট কার্ড রিচার্জ করতে বা QR কোড-ভিত্তিক টিকিট বুক করতে পারবেন। আসলে ২০২৫ সালের গোড়ার দিক থেকে, মেট্রো পরিষেবা সম্পর্কে নিয়মিত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অ্যাপটিতে একটি নতুন ফিচার্স যুক্ত করা হয়েছে ।

আরও পড়ুনঃ টিকিটের বদলে চিঠি ধরিয়ে দিলেন যাত্রী, পড়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন TTE!

নতুন অ্যাপ “আমার কলকাতা মেট্রো” নতুন পরিষেবা চালু, বিশেষ পরিষেবা, পরিষেবার ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন, সেইসাথে পরিষেবার ব্যাঘাত সম্পর্কে অবহিত করা হবে, ঠিক আগেরটার মতো। এছাড়াও, কলকাতা মেট্রোর কর্মীরা যাত্রীদের গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে সাহায্য করবেন এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহারের পদ্ধতি দেখাবেন। নতুন অ্যাপটি বর্তমানে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে উপলব্ধ এবং শীঘ্রই iOS প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।

Leave a Comment