সহেলি মিত্র, কলকাতা: এসে গেল আরও লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবার বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড অর্থাৎ টিআরপি তালিকা (TRP List) প্রকাশ পায়। আজও তার ব্যতিক্রম ঘটলো না। তবে অন্যান্য বিগত সপ্তাহের মতো, বাংলা সিরিয়ালগুলির TRP-তে রীতিমতো ফের ঝড় উঠল চলতি সপ্তাহে। টিআরপির রেটিং রীতিমতো সব ওলটপালট করে দিল। চলতি সপ্তাহের টিআরপির যে এমন পরিবর্তন হবে সেটা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি। আপনিও কি সিরিয়াল দেখতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর।
চলতি সপ্তাহে কোন মেগা হল বেঙ্গল টপার?
বর্তমানে যত সময় এগোচ্ছে ততই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা সিরিয়ালগুলির মধ্যে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই নিয়ে চলছে লড়াই। তবে শেষ কথা বলে দর্শকদের পছন্দ। স্ক্রিপ্ট, এপিসোড যতই ভালো হোক না কেন, দর্শকদের যদি পছন্দ না হয় তাহলে সেরা সিরিয়ালকেও শুন্যে নামিয়ে আনতে পারে। আর অতীতে হয়েওছে তেমন। যাইহোক, আপনিও জানতে মুখিয়ে রয়েছেন চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হয়েছে?
তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে আবারও সেরার মুকুট উঠল জি বাংলার ‘পরিণীতা’-র মাথায়। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলতি সপ্তাহে ৬.১ রেটিংস পেয়ে প্রথম হয়েছে এই মেগাটি। অপরদিকে ৬.৬ রেটিংস পেয়ে দ্বিতিত হয়েছে স্টার জলসার পরশুরাম। এখানে বলা ভালো, এই পরশুরাম সিরিয়ালটি বিগত বেশ কিছু সপ্তাহ ধরে টপার হচ্ছিল, তবে সেই জায়গা নতুন করে দখল করে নিয়েছে জি বাংলার পরিণীতা।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- পরিণীতা 6.8
- দ্বিতীয়- পরশুরাম 6.6
- তৃতীয়- জগদ্ধাত্রী, রাঙ্গামতি তীরন্দাজ 6.4
- চতুর্থ- ফুলকি, আমাদের দাদামণি 6.1
- পঞ্চম- চিরদিনই তুমি যে আমার 6.2
- ষষ্ঠ- ও মোর দরদিয়া, রাজরাজেশ্বরী রাণী ভবানী 5.8
- সপ্তম- চিরসখা 5.5
- অষ্টম- জোয়ার ভাঁটা 5.4
- নবম- তুই আমার হিরো 5.1
- দশম- কনে দেখা আলো 4.9