সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এই শীতে সিকিম ঘুরতে যাওয়ার প্ল্যান (Sikkim Tour Plan) করছেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। পাহাড়প্রেমীদের কাছে এই সিকিম আলাদাই মাহাত্ম্য রাখে। তবে আগামী দিন থেকে এই সিকিম ঘুরতে যাওয়া খুব একটা সহজ হবে না পাহাড়প্রেমীদের কাছে। আসলে এই সিকিমে এক নতুন ব্যবস্থা লাগু করতে চলেছে রাজ্য সরকার। সিকিমের সীমান্ত-সংলগ্ন গন্তব্যগুলির জন্য এবার একটি ডিজিটাল পারমিট সিস্টেম চালু করতে প্রস্তুত, যা এই অঞ্চলগুলিতে পর্যটকদের প্রবেশের পদ্ধতিতে বিপ্লব আনবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কিছু জায়গায় ঘুরতে হলে লাগবে QR নির্ভর পারমিট।
এবার QR-ভিত্তিক পারমিট লাগবে সিকিমে ঘুরতে
রাজ্য সরকার কাগজ-ভিত্তিক প্রক্রিয়া থেকে সরে সম্পূর্ণ ডিজিটাল হতে চলেছে। আর সেই লক্ষ্যে সংবেদনশীল অঞ্চলগুলির জন্য সীমাবদ্ধ এলাকা পারমিট (RAP) এবং সুরক্ষিত এলাকা পারমিট (PAP) প্রদান হবে QR-ভিত্তিক। এই ডিজিটাল সিস্টেমটি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি অবস্থিত নাথু লা, ছাঙ্গু লেক, লাচেন, লাচুং এবং জুলুকের মতো এলাকাগুলিকে কভার করবে। কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের জেরে আর পর্যটকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না, সবটাই হবে ডিজিটালি। কোথাও যাওয়ার জন্য পারমিটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না।
লাভবান হবেন পর্যটকরা
এই ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে, সিকিমের লক্ষ্য হল এই অঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রেখে সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা বৃদ্ধি করা। QR-ভিত্তিক পারমিটগুলি সমস্ত অনুমোদিত প্রবেশপথে বৈধ হবে, যার ফলে পর্যটকদের জন্য সিকিমের মনোমুগ্ধকর সৌন্দর্য ঘুরে দেখা আরও সহজ হবে। রাজ্য পর্যটন বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও বলেন, নতুন অনলাইন প্ল্যাটফর্মটি বিদ্যমান কাগজ-ভিত্তিক প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একবার চালু হয়ে গেলে, নাথু লা, ছাঙ্গু লেক, লাচেন, লাচুং এবং জুলুকের মতো জনপ্রিয় গন্তব্যগুলিতে ভ্রমণকারীরা অনলাইনে পারমিটের জন্য আবেদন করতে পারবেন এবং তাদের ডিভাইসে QR-কোডেড পাস পেতে পারবেন। এর মানে এই যে, এবার থেকে অনলাইনেই আপনি QR ভিত্তিক পারমিট পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ ছিলেন বার্সেলোনাতেও! এখন মোহনবাগানের প্রধান কোচ তিনি, কে এই সের্জিও লোবেরা?
এই ডিজিটাল পারমিটগুলি ম্যানুয়াল যাচাইয়ের সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে পুলিশ, পরিবহন কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বাহিনী দ্বারা পরিচালিত নিরাপত্তা চেকপয়েন্টগুলিতে।