বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা? তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের একটা বড় অংশ বিক্রি হয়ে যেতে পারে (KKR Ownership Change)! 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পর বেশ কয়েকটি রিপোর্ট দাবি করেছিল, KKR এর সহ মালিক শিল্পপতি জয় মেহতা তাঁর শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দিতে চলেছেন। আপাতত যা খবর, আগামী 2026 সালের প্রথম দিকেই বিক্রি হয়ে যেতে পারে KKR র একটা বড় অংশের শেয়ার। সে ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় কে হবেন নাইটদের নতুন সহ মালিক?
নতুন মালিক পাবে KKR?
বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের 55 শতাংশ বলিউড কিং শাহরুখ খানের দখলে। এক কথায়, এই IPL দলটার বেশিরভাগ শেয়ারের মালিক শাহরুখ খান নিজেই। কিং খানের সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এর পাশাপাশি KKR এর বাকি অংশ অর্থাৎ 45 শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে বলিউড অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী শিল্পপতির জয় মেহতার সংস্থা মেহতা গ্রুপের হাতে।
রিপোর্ট বলছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই অর্থাৎ 2026 এর শুরুর দিকেই KKR দলের 45 শতাংশ শেয়ারের একটা বড় অংশ বিক্রি করে দিতে পারেন জয় মেহতা। জানা যাচ্ছে, 2024 সাল থেকেই নাকি KKR দলের মালিকানা বিক্রি নিয়ে পরিকল্পনা চলছিল। আপাতত যা খবর, 2026 সালের প্রথম কয়েক মাসের মধ্যেই দলটির শেয়ার কিনতে আগ্রহী একটি সংস্থার সাথে চুক্তি হয়ে যাবে মেহতা গ্রুপের। আর তারপরই নাকি নতুন সহ মালিক পেয়ে যাবে KKR!
অবশ্যই পড়ুন: ‘গম্ভীর ভারতের কোচ হতে পারে না!’ বড় মন্তব্য কপিল দেবের
এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, কলকাতা নাইট রাইডার্স দলের মালিকানা পরিবর্তন হলে দলটির দাম 1 বিলিয়ন ডলারেরও বেশি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, নতুন সহ মালিক বা মালিকানা পেলে আগামী দিনে বিশ্বের প্রতিটি লিগেই আরও উন্নত হবে কলকাতা নাইট রাইডার্স বা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন দলগুলি। যদিও এ সংক্রান্ত নতুন কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত আসেনি শাহরুখের KKR এর তরফে। একই সাথে দলটির নতুন সহ মালিক কে হবেন তাও জানা যায়নি।