বদলে যাচ্ছে LPG-র ভর্তুকির নিয়ম! ঝক্কি বাড়বে গ্রাহকদের

lpg subsidy

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন কোনও বাড়ি নেই যেখানে হেঁশেলে LPG গ্যাস নেই। আপনিও কি এলপিজি গ্যাস সিলিন্ডারে রান্না করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। জানা গিয়েছে, এবার এই এলপিজি-র ক্ষেত্রে ভর্তুকি পেতে কেন্দ্রের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। নিশ্চয়ই ভাবছেন কী সেই পদক্ষেপ? তাহলে জানিয়ে রাখি, কেন্দ্র প্রতি বছর আধার যাচাই বাধ্যতামূলক করার নিয়ম লাগু করতে পারে।

প্রতি বছর LPG গ্রাহকদের এই কাজ করতে হবে

তিনটি রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা- IOCL, HPCL এবং BPCL – এই অর্থবছর থেকে শুরু করে প্রতি আর্থিক বছরে PMUY বা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্রাহকদের ভর্তুকি প্রাপ্ত গার্হস্থ্য LPG-র জন্য e-KYC বাধ্যতামূলক করবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যেই OMC-গুলিকে নির্দেশ দিয়েছে যে গার্হস্থ্য LPG গ্রাহকদের ভর্তুকি গ্রহণ চালু রাখার জন্য বায়োমেট্রিক আধার প্রমাণীকরণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে।

এই বিষয়ে একটি OMC-এর একজন কর্মকর্তা বলেছেন, “যেসব LPG গ্রাহকরা এখন রিফিল করার ক্ষেত্রে ভর্তুকি পান, তারা যদি বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ না করেন তবে তারা কোনও ভর্তুকি পাবেন না। অপব্যবহার রোধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” জানিয়ে রাখি, এখন, কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি রিফিলের দাম ৮৭৯ টাকা। PMUY গ্রাহকরা প্রতি রিফিলের জন্য ৩০০ টাকা ভর্তুকি পান, তবে কলকাতার নন-পিএমইউওয়াই গ্রাহকরা, যারা ভর্তুকি বেছে নিয়েছেন, তারা তাদের নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৯.৬ টাকা পাবেন।

চিঠি দিল পেট্রোলিয়াম মন্ত্রক

ওএমসিগুলিকে পাঠানো এক চিঠিতে মন্ত্রক জানিয়েছে, “পিএমইউওয়াই সুবিধাভোগী, যাদের মধ্যে যারা আগে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ সম্পন্ন করেছিলেন, তাদের প্রতি অর্থবছরে একবার এটি পূরণ করতে হবে। ১৪.২ কেজি সিলিন্ডারের ৮ম এবং ৯ম রিফিলে টার্গেটেড ডিবিটি ভর্তুকি অর্থাৎ ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের প্রতি ৩০০ টাকা পেতে চান তাঁদের এই কাজ করা বাধ্যতামূলক।” পিএমইউওয়াই গ্রাহকদের জন্য ভর্তুকি এক অর্থবছরে কেবল ৯টি রিফিল পর্যন্ত প্রযোজ্য।

Leave a Comment