সহেলি মিত্র, কলকাতাঃ বছর শেষ হওয়ার আগে আজ বুধবার নতুন করে ইতিহাস গড়ল ISRO। সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হল ভারতের ‘বাহুবলী’ BlueBird Block-2 স্যাটেলাইট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি ৬১০০ কেজি ওজনের ব্লুবার্ড-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই মিশন ইন্টারনেট এবং সংযোগের জগতকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে বলে খবর। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সকলকে অভিহিত করেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ব্লুবার্ড-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইতিহাস গড়ল ISRO
ভারতীয় মহাকাশ সংস্থা আজ এই স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং দেশবাসী এবং উৎক্ষেপণের সাথে জড়িত বিজ্ঞানীদের দলকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড’ (NSIL) এবং মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক AST স্পেসমোবাইলের মধ্যে একটি চুক্তির আওতায় এই মিশনটি উৎক্ষেপণ করা হয়েছে। আর এই বিশেষ অভিযানে ইসরো সাফল্য পেয়েছে বলেও জানানো হয়েছে।
A significant stride in India’s space sector…
The successful LVM3-M6 launch, placing the heaviest satellite ever launched from Indian soil, the spacecraft of USA, BlueBird Block-2, into its intended orbit, marks a proud milestone in India’s space journey.
It strengthens… pic.twitter.com/AH6aJAyOhi
— Narendra Modi (@narendramodi) December 24, 2025
ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন বলেন যে, ‘উৎক্ষেপণ যানটি সফলভাবে এবং সঠিকভাবে ব্লু বার্ড ব্লক ২ যোগাযোগ উপগ্রহকে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করাতে সক্ষম হয়েছে। এটি মার্কিন গ্রাহক, AST স্পেসমোবাইলের জন্য প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ। বুধবার ২৪ ডিসেম্বর এটি শ্রীহরিকোটা থেকে আমাদের ১০৪তম উৎক্ষেপণ। এটি LVM-3 উৎক্ষেপণ যানের নবম সফল অভিযান। এই সাফল্য মিশনের ১০০% নির্ভরযোগ্যতা প্রতিফলিত করল। মাত্র ৫২ দিনের মধ্যে এটি LVM-3 এর টানা দ্বিতীয় অভিযান। এটি ভারতীয় উৎক্ষেপণকারী ব্যবহার করে ভারতীয় মাটি থেকে উত্তোলিত সবচেয়ে ভারী উপগ্রহ। এটি LVM-3 এর তৃতীয় সম্পূর্ণ বাণিজ্যিক অভিযান এবং যানটি তার চমৎকার ট্র্যাক রেকর্ড প্রদর্শন করেছে।’
বিজ্ঞানীদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
অপরদিকে ব্লুবার্ড-২ এর সফল উৎক্ষেপণ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘এটি ভারতের মহাকাশ খাতের জন্য একটি বড় অর্জন। LVM3-M6 এর সফল উৎক্ষেপণ, যা মার্কিন মহাকাশযান, ব্লুবার্ড ব্লক-২, যা ভারতের মাটি থেকে উৎক্ষেপিত সবচেয়ে ভারী উপগ্রহ, তার কক্ষপথে পৌঁছে দিয়েছে, ভারতের মহাকাশ যাত্রায় একটি গর্বের মুহূর্ত। এটি ভারতের ভারী-উত্তোলন উৎক্ষেপণ ক্ষমতাকে শক্তিশালী করে এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক উৎক্ষেপণ বাজারে আমাদের ক্রমবর্ধমান ভূমিকাকে আরও দৃঢ় করে। এটি একটি স্বনির্ভর ভারতের দিকে আমাদের প্রচেষ্টাকেও প্রদর্শন করে। আমাদের পরিশ্রমী মহাকাশ বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অনেক অভিনন্দন। মহাকাশ জগতে ভারত আরও উঁচুতে উঠছে!’
আরও পড়ুনঃ ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মীদের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের
কী কাজ করবে এই স্যাটেলাইট?
এই উপগ্রহটি মহাকাশে ঠিক সেই কাজই করবে, যা সাধারণত মোবাইল টাওয়ার করে থাকে। কক্ষপথে পৌঁছানোর পর ব্লুবার্ড ব্লক ২ তার ২২৩ বর্গমিটারের ‘ফেজড অ্যারে অ্যান্টেনা’ স্থাপন করবে, যা লোয়ার-আর্থ অরবিটে থাকা বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক যোগাযোগ অ্যান্টেনার রেকর্ড গড়বে।