বন্দে ভারতের টিকিট কেটে চড়তে হল শতাব্দী এক্সপ্রেসে! NJP স্টেশনে যাত্রী বিক্ষোভ

Passengers had to travel to Shatabdi by buying tickets of Vande Bharat News

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেটেছিলেন বন্দে ভারতের টিকিট! সেই মতোই বুধবার নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছিলেন স্টেশনে। তবে বন্দে ভারতে আর চাপা হলো না যাত্রীদের! ঘটনাটি ঘটেছে, নিউ জলপাইগুড়ি স্টেশনে। জানা যায়, বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কেটে শেষ পর্যন্ত শতাব্দীতে চড়তে হয়েছে যাত্রীদের! কিন্তু কেন? কেন এমন বেয়াক্কেলে অবস্থায় পড়তে হল তাঁদের? জানা গেল আসল কারণ।

যান্ত্রিক ত্রুটির কারণেই শতাব্দীতে যাত্রা

গতকাল অর্থাৎ বুধবার, বন্দে ভারতের টিকিট কেটে নিউ জলপাইগুড়ি স্টেশনে উপস্থিত হয়েছিলেন যাত্রীরা। অপেক্ষায় ছিলেন কখন ট্রেন আসবে! তবে দুই নম্বর প্লাটফর্মে যেতেই চোখ কপালে ওঠে তাঁদের! দেখতে পান, নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছেছে, তবে তা বন্দে ভারত নয়, বরং শতাব্দী!

খোঁজ নিয়ে জানা গেল, মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই বন্দে ভারতে শতাব্দী এক্সপ্রেসের কোচ দেওয়া হয়েছিল। আর সে কারণে, বন্দে ভারত এক্সপ্রেসের পুরো দাম দিয়ে টিকিট কেটেও শতাব্দিতে যাত্রা করতে হল অসংখ্য যাত্রীকে! তবে, মোটা টাকা ভাড়া দিয়েও শতাব্দীতে যাত্রা করতে হাওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ যাত্রীদের একাংশ!

ক্ষুব্ধ যাত্রীরা!

বুধবার, অসমের কোকরাঝাড় যাওয়ার উদ্দেশ্যে সকাল 6টায় শিলিগুড়ি পৌঁছন এক যাত্রী। তবে শেষ পর্যন্ত বন্দে ভারতের বদলে শতাব্দীতে যাত্রা করায়, বিরক্তি প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, একমাস আগে টিকিট কেটে রেখেছিলাম। এত ভাড়া দেওয়ার পরও অন্য ট্রেনে ভ্রমণ করতে হল! যান্ত্রিক ত্রুটির কারণে বন্দে ভারতের বদলে শতাব্দীর কোচে যাত্রা করায় একই অভিজ্ঞ অন্যান্য যাত্রীদেরও।

আরেক যাত্রী বলেন, প্রথমে স্টেশনে গিয়ে বুঝতে পারছিলাম না ট্রেনটা কোথায়! পরে জানতে পারি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনেই আমাদের যেতে হবে! সব মিলিয়ে, এমন ঘটনায় রেলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বহু যাত্রী।

অবশ্যই পড়ুন: ভারতের কড়া মনোভাবে শুল্ক আরোপ নিয়ে কিছুটা নরম ট্রাম্প, দর কষাকষি চালানোর ইঙ্গিত

উল্লেখ্য, বুধবার বন্দে ভারতের বদলে শতাব্দীর কোচে উঠতে হয়েছিল যাত্রীদের! সে প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, মঙ্গলবার নিউ জলপাইগুড়িতে বন্দে ভারত ট্রেনটির রুটিন চেকআপ করানো হলে বেশ কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মূলত জেনারেটর এবং এসি কম্পার্টমেন্টে সমস্যা দেখা দেওয়ায়, এদিন অন্য একটি এলএইচবি কোচ জুড়ে যাত্রীদের ভ্রমণের ব্যবস্থা করা হয়েছিল। (সোর্স: এই সময়)

Leave a Comment