সহেলি মিত্র, কলকাতাঃ প্রতিদিন দেশজুড়ে কয়েক হাজার ট্রেন চলাচল করে। আর তাতে সওয়ার হয়ে কয়েক কোটি মানুষ প্রতিদিন যে যার গন্তব্যে ছুটে যাচ্ছেন। কেউ উঠছেন লোকাল ট্রেন তো কেউ ছড়ছেন মেল/এক্সপ্রেস ট্রেনে। আপনিও কি ট্রেনে উঠতে পছন্দ করেন? আচ্ছা বলতে পারেন ভারতীয় রেলের ‘রাজা’ ট্রেন কোনটি (King Of Indian Railways)? বলতে পারছেন না তো? জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
ভারতীয় রেলের ‘রাজা’ ট্রেন হল এটা!
আজকের এই আর্টিকেলে আপনাদের ভারতীয় রেলের রাজা ট্রেন সম্পর্কে তথ্য দেব যেটি কিনা সুপারফাস্ট ট্রেন আর এটি কলকাতা, দিল্লি সহ বহু রুটে চলাচল করে। এই ট্রেনটিতে উঠলে সত্যি মনে হবে আপনি একদম রয়্যাল কোনও জায়গায় চলে এলেন। ভারতীয় রেল বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। ১৮৯ বছর আগে শুরু হওয়া ভারতীয় রেল আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল পরিষেবা। ১৯৬৯ সালের ১ মার্চ, ভারতীয় রেলে দেশের প্রথম দ্রুততম এক্সপ্রেস ট্রেন, রাজধানী এক্সপ্রেস চালু হয়েছিল। এই প্রথম যাত্রাটি নয়াদিল্লি এবং হাওড়া কলকাতার মধ্যে চলেছিল, যা ভারতীয় রেলের চেহারা বদলে দিয়েছে এবং আজও এটি ভারতের অনেক যাত্রীর প্রিয় এক্সপ্রেস ট্রেন।
হ্যাঁ ঠিকই শুনেছেন, আজ কথা হচ্ছে রাজধানী এক্সপ্রেস নিয়ে, যেটিকে কিনা ভারতীয় রেলের রাজা ট্রেন বলা হয়। সেই সময়ের সবচেয়ে দ্রুততম ট্রেনটি ছিল একটি বিলাসবহুল বিলাসবহুল ট্রেন এবং ১৯৬৯ সালে সেই সময়ের সবচেয়ে দ্রুততম ট্রেন। এটি ছিল প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, হাইস্পিড ট্রেন, যা ১৭ ঘন্টা ২০ মিনিটের রেকর্ড সময়ে ১৪৫০ কিলোমিটারের প্রথম যাত্রা সম্পন্ন করেছিল। প্রাথমিকভাবে, ট্রেনটিতে দুটি পাওয়ার কার, পাঁচটি এসি চেয়ার কার, একটি এসি ডাইনিং কার এবং একটি এসি প্রথম শ্রেণীর কোচ ছিল। নয়টি কোচেই ভ্যাকুয়াম ব্রেক ছিল।
রাজধানী এক্সপ্রেসের স্পিড কত?
এখন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এলেও এই রাজধানী এক্সপ্রেস ট্রেনের জেল্লা কিন্তু মোটেও ফিকে হয়ে যায়নি। আজও লক্ষ লক্ষ যাত্রী বিভিন্ন রুটে চলাচলকারী এই রাজধানী এক্সপ্রেসকে সমানভাবে ভালোবাসা দিয়ে আসছেন। এই ট্রেনে আপনি এমন কোনও সুযোগ সুবিধা নেই যা আপনি পাবেন না। স্নান, দারুণ দারুণ কিছু খাবার দাবার, সুন্দর আসন, শোয়ার জন্য বার্থ ইত্যাদি। এই ট্রেনে আপনি যদি একটু প্রিমিয়াম টিকিট বুক করেন তাহলে বহু ঘণ্টার যাত্রাও আপনার কাছে আরামদায়ক বলে মনে হবে। এই ট্রেনের স্পিডের কথা বললে, রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলি নির্বাচিত রুটে ১৩০-১৪০ কিমি/ঘন্টা গতিতে চলতে পারে। এছাড়াও এই ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে আলাদাই আপনাকে অভিজ্ঞতা দেবে।
ভারতের সেরা ৫টি রাজধানী এক্সপ্রেস ট্রেন
১. হাওড়া-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস
এটিই হল দেশের প্রথম এবং প্রাচীনতম রাজধানী, যা ১৯৬৯ সালে চালু হয়েছিল। এটি ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতাকে রাজনৈতিক রাজধানী নয়াদিল্লির সাথে সংযুক্ত করে। অনেক যাত্রী এখনও অবধি এটিকে সমস্ত রাজধানী ট্রেনের মধ্যে সবচেয়ে আইকনিক বলে মনে করেন। অনেকেই আছেন বিমান ছেড়ে এই ট্রেনে চরে দিল্লি যেতে পছন্দ করেন।
২) মুম্বাই সেন্ট্রাল-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস
এই রাজধানী ভারতের আর্থিক রাজধানী মুম্বাইকে দেশের রাজধানীর সাথে সংযুক্ত করে। এটি ভারতের দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি, যার গতি ঘণ্টায় ১৩০ কিমি/ঘন্টার বেশি। ট্রেনের অভ্যন্তরীণ সাজসজ্জা, বিলাসবহুল খাবার এবং সুপ্রশিক্ষিত কর্মীদের কারণে, আপনার যাত্রা এত মসৃণ হবে ভাবতেই পারবেন না।
৩) বেঙ্গালুরু-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস
২,৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং দেশের উত্তর থেকে দক্ষিণে সাতটি প্রধান রাজ্যকে সংযুক্ত করে রাজধানী এক্সপ্রেস। এই রাজধানী বেঙ্গালুরুকে নয়াদিল্লির সাথে সংযুক্ত করে। এই ট্রেনটি দীর্ঘ কিন্তু আরামদায়ক যাত্রা, দক্ষিণ ভারতের মনোরম দৃশ্য এবং দক্ষ ক্যাটারিং পরিষেবার জন্য পরিচিত যা উত্তর ও দক্ষিণ ভারতীয় উভয় খাবারের মিশ্রণ ঘটায়।
৪) চেন্নাই-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস
এই রাজধানী দক্ষিণ ভারতের সাংস্কৃতিক কেন্দ্র চেন্নাইকে দেশের রাজধানীর সাথে সংযুক্ত করে। আপনি যদি খাদ্যরসিক হন তাহলে তো সোনায় সোহাগা। এই ট্রেনে আপনি একদম সুস্বাদু আঞ্চলিক খাবার এবং আরামদায়ক ঘুমের ব্যবস্থা সহ মসৃণ, রাত্রিকালীন পরিষেবা পেয়ে যাবেন।