সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ জানুয়ারি, শনিবার। বন্দে ভারত স্লিপার উদ্বোধন, বাংলাদেশে হিন্দু হত্যা, পরিচারিকাকে শ্লীলতাহানি কলকাতা পুলিশের কর্মীর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দেবের নামের চালু হল ডাক টিকিট
টলিউড অভিনেতা এবং মেগাস্টার দেবের নামে এবার ডাকটিকিট চালু হল। বিরাট সম্মান জানাল এবার ভারতীয় ডাক বিভাগ। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিযুক্ত ডাক টিকেট শেয়ার করেছেন তিনি। তিনি লিখেছেন, এই স্বীকৃতি তাঁর কাছে কল্পনার বাইরে এবং সাধারণ মানুষের ভালবাসার সবথেকে বড় প্রাপ্তি। মেলার উদ্বোধনের সময় তাঁর ছবিযুক্ত এই ডাকটিকিট প্রকাশ্যে ছাড়া হয়েছে। প্রিয় অভিনেতার এরকম স্বীকৃতিতে খুশিতে ভাসছেন ভক্তরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা
বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলায় পেট্রোল পাম্প কর্মী রিপন সাহার মর্মান্তিক মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। অভিযোগ উঠছে, তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় একটি এসইউভি গাড়ি তাঁকে চাপা দিয়েছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই গাড়ি বাজেয়াপ্ত করে মালিক আব্দুল হোসেন ওরফে সুজনকে গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, তিনি বিএনপি’র প্রাক্তন জেলা নেতা। চালককেও বর্তমানে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) রবিবার আট ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১৮ জানুয়ারি রবিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। আর এই সময় কোনওরকম যান চলাচল করতে পারবে না। কলকাতা পুলিশ জানিয়েছে, সেতুর কেবল পরীক্ষা, মেরামতি এবং অন্যান্য প্রযুক্তিগত কিছু কাজ করা হবে। যানজট এড়ানোর জন্য হাওড়া ব্রিজকে বিকল্প হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। জেরুট আইল্যান্ড, খিদিরপুর এবং কেপি রোড থেকে যানবাহনের জন্য নির্দিষ্ট বিকল্প রুটও নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পশ্চিমবঙ্গের একাধিক ট্রেনের স্টপেজ বাড়াল ভারতীয় রেল
রেল যাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গে একাধিক ট্রেনের স্টপেজ বাড়াল ভারতীয় রেল। পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের আওতায় পরীক্ষামূলকভাবে বহু এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন এবার নতুন স্টেশনে দাঁড়াবে। এতে উত্তরবঙ্গের বহু দিনের দাবি পূরণ হয়েছে বলে জানিয়েছে বিজেপি সাংসদ। এমনকি আজ এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে ভারত সহ নয়টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন। যাত্রী সংখ্যা এবং টিকেট বিক্রির উপর ভিত্তি করে কিছু স্টপেজ স্থায়ী হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) টেট উত্তীর্ণ শিক্ষকদের তালিকা প্রকাশ করলে পর্ষদ
সুপ্রিম কোর্টের নির্দেশের পর টেট সংক্রান্ত জটের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১২ সালে টেট উত্তীর্ণ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে। পর্ষদের ওয়েবসাইটে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী প্রায় ১৮,০০০ শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত। আর তাঁরা ২০১২ সালে উত্তীর্ণ হলেও শংসাপত্র পাননি। কেন্দ্রের নির্দেশে টেট সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে আপলোড বাধ্যতামূলক হওয়ার কারণে এই তালিকা প্রকাশ জরুরী হয়ে উঠেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) উদ্বোধন হল বন্দে ভারত স্লিপারের
দীর্ঘ প্রতীক্ষার অবসান কাটিয়ে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদা টাউন স্টেশন থেকে গুয়াহাটি রুটে এই ট্রেনটির শুভ সূচনা হয়েছে। ১৬ কোচের এই ট্রেনে এসি থ্রি টায়ার, টু টায়ার এবং ফার্স্ট ক্লাসের সুবিধা রয়েছে। প্রধানমন্ত্রী যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং ট্রেন পরিদর্শন করেছেন। মোদী বলেন, এই ট্রেন মা কালী এবং মা কামাখ্যাকে যুক্ত করবে। আর ভারতের আত্মনির্ভরতার মূল প্রতীক। পাশাপাশি একাধিক রেল এবং সড়ক প্রকল্পের উদ্বোধন করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) রাজ্য পরিবহন ব্যবস্থায় যুক্ত হল একাধিক নতুন বাস
বিধানসভা নির্বাচনের আগে বাংলার পরিবহন ব্যবস্থায় বিরাট সংযোজন করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমকে ৬টি অত্যাধুনিক ভলবো স্লিপার বাস, দক্ষিণবঙ্গ পরিবহন নিগমকে ১৩টি সিএনজি বাস এবং কলকাতার জন্য মোট ১৮টি মিনি বাস দেওয়া হয়েছে। ভলভো বাসগুলি মূলত আলিপুরদুয়ার, কোচবিহার ও শিলিগুড়ি থেকে কলকাতা ও দিঘা রুটে চলাচল করবে। সিএনজি বাস চলবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, আরামবাগ এবং বাঁকুড়া সহ একাধিক রুটে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পরিচারিকাকে শ্লীলতাহানি কলকাতা পুলিশের কর্মীর
কলকাতা এক পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত কলকাতা পুলিশের এক কর্মী। সোনারপুরের বাসিন্দা ওই তরুণী আয়া সেন্টারের মাধ্যমে কসবার পুলিশ অফিসারের বাড়িতে রান্নার কাজে যেতেন বলে খবর। অভিযোগ ওঠে, বাড়িতে কেউ না থাকার সুযোগে অফিসার পেছন থেকে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন। প্রতিবাদ করার কারণে তাঁকে চোর অপবাদ দেওয়া হয় এবং জোর করে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়। পরে থানায় না গিয়ে ইমেইলে অভিযোগ দায়ের করেছেন তিনি। ইতিমধ্যেই ঘটনা তদন্ত দাবি উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দুর্গাপুর মেডিকেল কলেজ ধর্ষণকাণ্ডে বিস্ফোরক দাবি নির্যাতিতার
দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর গণধর্ষণ মামলায় আদালতে বিস্ফোরক বয়ান দিয়েছেন নির্যাতিতা। বিচারকের সামনে তিনি জানিয়েছেন, ঘটনার রাতে সহপাঠী ওয়াসিফ তাঁকে জঙ্গলে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে এবং যৌনাঙ্গ স্পর্শ করে। পাঁচ অভিযুক্তের মধ্যে একজন তাঁকে ধর্ষণ করেছে বলেও তিনি চিহ্নিত করেন। বন্ধ কক্ষে প্রায় তিন ঘন্টা ধরে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। নির্যাতিতার আগের বয়ান, মেডিকেল রিপোর্ট এবং এফআইআর আদালতে পেশ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) সাংবাদিককে তৃণমূলের গুন্ডারা মেরেছে, দাবি মোদীর
মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের রহস্য মৃত্যু নিয়ে এবার ব্যাপক অশান্তি। গ্রামবাসীদের দাবি, তাঁকে মারধর করে খুন করে পরে আত্মহত্যা দেখানো হয়েছে। ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেললাইনে অবরোধ করা হয় এবং আহত হয় অনেকে। বিক্ষোভ কভার করতে গিয়ে জি ২৪ ঘন্টার মহিলা সাংবাদিক আহত হয়েছিলেন। তবে মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য তৃনমূলকে দায়ী করলেন। এমনকি শাসক দলের পোষা গুন্ডারা সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে বলে জানান তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন