‘বন্দে মাতরম দেশের পুজো, মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী!’ মন্তব্য আরশাদ মাদানীর

Arshad Madani On Vande Mataram he made a controversial statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আজ যাদের জন্য প্রাণ খুলে নিশ্বাস নিতে পারছে আপামর দেশবাসী, সেইসব স্বাধীনতা সংগ্রামীদের লড়াইয়ের অন্যতম মন্ত্র ছিল বন্দে মাতরম( Vande Mataram)। যার দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে সংসদে এই নিয়ে গভীর আলোচনা হয়। সোমবার সংসদ কক্ষে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম মন্ত্র নিয়ে আলোচনার উপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের চৌকিদার বলেছিলেন, ব্রিটিশরা বাংলা ভাগ করতে চেয়েছিল। সেবার বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী মন্ত্র হয়ে উঠেছিল বন্দে মাতরম। এবার সেই বন্দে মাতরম নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন জমিয়ত উলেমা ই হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী।

বন্দেমাতরম নিয়ে মাওলানা আরশাদ মাদানীর বক্তব্য

সোমবার, বন্দেমাতরম 150 বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে লোকসভা কক্ষে আলোচনার পর মঙ্গলবার রাজ্যসভাতেও এ নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে বলে যখন চারিদিকে চর্চা চলছে ঠিক সেই আবহে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বড়সড় প্রতিক্রিয়া জানালেন জমিয়ত উলেমা ই হিন্দের সভাপতি। মাদানীর বক্তব্য, “বন্দে মাতরমের অনুবাদের চারটি ছত্রে দেশকে দেবী হিসেবে বিবেচনা করে দুর্গার সাথে তুলনা করা হয়েছে। একই সাথে পুজো শব্দটিও ব্যবহার করা হয়েছে। তবে বন্দে মাতরম মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। তাই কাউকে কারো বিশ্বাসের বিরুদ্ধে কোনও মন্ত্র বা স্লোগান দিতে বাধ্য করা যায় না।”

মাদানী আরও বলেন, “ভারতের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা দেয়। মত প্রকাশের স্বাধীনতা দেয়। দেশকে ভালোবাসা এক বিষয় আর তার পুজো করা আলাদা বিষয়।” তাঁর মতে, যে কাউকে তাঁর বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান বা গান গাইতে বাধ্য করা যায় না। এমনটা করা হলে সেটা অন্যায় হিসেবে গণ্য হয়। সবমিলিয়ে, বন্দে মাতরমকে দেশের স্বার্থে গুরুত্বপূর্ণ হিসেবে দেখলেও ইসলাম ধর্মালম্বীদের ক্ষেত্রে এই বন্দে মাতরম সম্পূর্ণ পরিপন্থী বলেই মনে করছেন জমিয়ত উলেমা ই হিন্দের প্রধান।

 

অবশ্যই পড়ুন: IPL 2026 নিলামে অংশ নেবেন পাকিস্তানি বংশোদ্ভুত প্লেয়ার, সবুজ সংকেত BCCI-র!

উল্লেখ্য, একইভাবে বন্দে মাতরম নিয়ে সরকারের বিশেষ আলোচনা এবং দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন সাংসদ আসাউদ্দিন ওয়াইস একেবারে স্পষ্ট জানিয়েছেন, আমরা দেশ এবং ধর্মকে এক করিনি বলেই ভারত আজ স্বাধীন। সরকার যেন এই বিষয়টা নিয়ে বিশেষ জোর জবরদস্তি না করে। যদি সেটা করা হয় তবে তা সংবিধানের পরিপন্থী হবে। এদিন ওয়াইস এও বলেন, যাঁরা স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি তারাও আজ স্বাধীনতার কথা বলছে, দেশ প্রেম দেখাচ্ছে। যদি দেশ প্রেম সত্যিই দেখাতে হয় তবে ভারত থেকে দারিদ্রতাকে আগে দূর করুন।

Leave a Comment