বন্ধ হবে টোটোর জুলুমবাজি! পর্যটকদের সুবিধার্থে দিঘায় চালু হল ‘যাত্রী সাথী’ ক্যাব পরিষেবা

digha yatri sathi

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই দিঘায় (Digha) পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা। তারপর আবার সোনায় সোহাগা হয়েছে জগন্নাথ মন্দির। এই উদ্বোধন হওয়ার পর থেকে যেন দিঘা আরও বেশি পর্যটক ফ্রেন্ডলি হয়ে উঠেছে। এক কথায় পর্যটকদের ঢল নেমে পড়েছে এই সৈকত নগরীতে। এদিকে উইকএন্ডে বাড়ছে ভিড়। এ পাশাপাশি সুযোগের সদ্ব্যবহার করছেন টোটো অটো চালক থেকে শুরু করে গাড়িচালকরা। দেদার দর হাঁকাচ্ছেন নিজেদের ইচ্ছামতো। এবার এই জুলুমবাজি রুখতে বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। রিপোর্ট অনুযায়ী, এবার দিঘায় শুরু হল ‘Yatri Sathi ‘ অ্যাপ ক্যাব পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

দিঘাতেও শুরু হল ‘Yatri Sathi ‘ অ্যাপ ক্যাব পরিষেবা

এবার আপনি অল্প মূল্যে দিঘা ঘুরে দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। আর শিকার হতে হবে না কোনওরকম জুলুমবাজির। বুধবার গণেশ চতুর্থীর দিন দিঘায় যাত্রী সাথী অ্যাপের উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। প্রশাসনের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাপকভাবে লাভবান হবেন দিঘায় ঘুরতে যাওয়া পর্যটকরা।

এমনিতে অনেকেই জানেন যে কলকাতায় এই যাত্রী সাথী অ্যাপের রমরমা সম্পর্কে। এই আপানার মূল লক্ষ্যই হলো যাত্রীদের নিরাপত্তা এবং কম টাকায় ভালো পরিষেবা দেওয়া। তবে এবার এই সুবিধা শুধুমাত্র কলকাতার মধ্যেই নয়, কলকাতার গণ্ডি পেরিয়ে সমুদ্রনগরী দিঘাতেও চালু হল। নিশ্চয়ই ভাবছেন যে এই অ্যাপ দিঘায় কিভাবে কাজ করবে? প্রশাসন সূত্রে খবর, পর্যটকদের এই অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করার জন্য নির্দিষ্ট কোন জায়গায় যেতে হবে না দিঘা যে কোন জায়গা থেকে এই অ্যাপের মাধ্যমে পর্যটকরা গাড়ি বুক করতে পারবেন।

খুশি পর্যটকরা

পুলিশ সুপার বলেন, ‘শুধুমাত্র দিঘাতেই নয়, এই সুবিধা পাওয়া যাবে তাজপুর, মন্দারমনিতেও। দিঘাকে কেন্দ্র করে যে ট্যুরিস্ট সার্কিট আছে তার পুরো এলাকাতেই এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে। এর ফলে এখানে ভাড়া নিয়ে যে জুলুমবাজির অভিযোগ ওঠে তা অনেকটাই কমবে। পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা এই অ্যাপ ক্যাবের সুবিধা নিতে পারবেন।’ যাইহোক প্রশাসনের এহেন সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষজন।

Leave a Comment