বন্ধ হয়ে গেল কলকাতা-কোচবিহার বিমান, সস্তা ও কম সময়ে পৌঁছান যেত উত্তরবঙ্গে

kolkata cooch behar flight

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বন্ধ হয়ে গেল এক জনপ্রিয় রুটের বিমান পরিষেবা। আর এই রুট সরাসরি বাংলার ছিল। ২০২৩ সাল থেকে শুরু হওয়া বিশেষ বিমান পরিষেবার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। তবে আপাতত ফের একবার বন্ধ হয়ে গেল পরিষেবা। এখন নিশ্চয়ই ভাবছেন কোন জনপ্রিয় রুটের মধ্যে উড়ান পরিষেবা বন্ধ করা হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কলকাতা-কোচবিহারের মধ্যে চলাচলকারী বিমান পরিষেবা (Kolkata Cooch Behar Flight) বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বন্ধ হল কলকাতা-কোচবিহার উড়ান পরিষেবা!

জানা গিয়েছে, কলকাতা এবং কোচবিহারের মধ্যে বিমান পরিষেবা পরিচালনাকারী বেসরকারি বিমান সংস্থা ইন্ডিয়াওয়ান এয়ার ঘোষণা করেছে যে তারা নতুন বছর অর্থাৎ ৩১ জানুয়ারি, ২০২৬ থেকে আর বিমান চালাবে না। এই রুটে চালানো হবে না। এই প্রসঙ্গে সোমবার কোচবিহার বিমানবন্দর পরিচালক শুভাশিস পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, “ইন্ডিয়াওয়ান এয়ার ৩১ জানুয়ারির পর কোচবিহার বিমানবন্দর থেকে তাদের পরিষেবা বন্ধ করে দেবে। তারা আমাদের আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে জানিয়েছে।”

পরিচালনা সম্পর্কিত কারণ দর্শিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণা করল ইন্ডিয়াওয়ান এয়ার সংস্থা। সোমবার ইন্ডিয়াওয়ান এয়ারের তরফে কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষকে মেল মারফত একটি নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারি থেকে কোচবিহার এবং কলকাতার মধ্যে যাত্রিবাহী বিমান পরিষেবা বন্ধ করে দিচ্ছে তারা। আচমকা কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হল? সেই নিয়ে এখন প্রশ্ন উঠছে। এদিকে সংস্থার তরফে এহেন সিদ্ধান্তের জেরে মন খারাপ মানুষের।

২০২৩ সালে শুরু হয়েছিল পরিষেবা

এখানে জানিয়ে রাখি, আজ থেকে ২ বছর আগে অর্থাৎ ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ, পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে কলকাতা-কোচবিহারের মধ্যে ৯ আসনের বিমান পরিষেবা শুরু করে ইন্ডিয়াওয়ান। তবে এই প্রথম নয়, এর আগেও এই পরিষেবা বন্ধ হয়েছিল। পরে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের জেরে ফের শুরু হয় বিমান পরিষেবা। সূত্রের খবর, UDAN-এর অধীনে বিমান সংস্থার তিন বছরের চুক্তি ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু তারা আগেই পরিষেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “বিমান পরিষেবাটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছিল। প্রতিদিন বিমান চলাচল করত এবং টিকিটের চাহিদা ধারাবাহিকভাবে বেশি ছিল। আমরা মাত্র এক ঘন্টার মধ্যে কলকাতায় পৌঁছাতে পারতাম। এখন আবার, আমাদের পুরোপুরি ট্রেন এবং বাসের উপর নির্ভর করতে হবে, যা বেশ সময়সাপেক্ষ।” অপরদিকে ব্যবসায়ী মহল দাবি করেছে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার একটি নতুন বিমান সংস্থা আনার উদ্যোগ গ্রহণ করুক এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে কলকাতা ও কোচবিহারের মধ্যে বিমান পরিষেবা অব্যাহত রাখুক।

Leave a Comment