বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভয়াবহ বন্যায় ভাসছে পাকিস্তান। একটানা বৃষ্টির জের প্লাবিত পাঞ্জাব প্রদেশের একাধিক এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে খাইবার পাখতুনখোয়াতেও। মৃত্যু হয়েছে কমপক্ষে 850 জন পাকিস্তানির, আহত হাজার ছাড়িয়েছে। ঠিক সেই আবহে, এবার বন্যার জলকে আল্লাহর আশীর্বাদ বলে দাবি করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif On Pakistan Floods)। বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্যের মধ্যে দিয়ে পাকিস্তানের কাটা ঘায়ে নুন ছেটালেন প্রতিরক্ষা মন্ত্রী।
বন্যার জল বাড়িতে নিয়ে যাওয়ার আহ্বান আসিফের
বন্যা কবলিত পাকিস্তানের অবস্থা সম্পর্কে অবগত বিশ্বের একাধিক দেশ। সন্ত্রাসবাদের আশ্রয়দাতা হলেও, পাকিস্তানের সাধারণ মানুষের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারত সহ বহু দেশের নাগরিকরা। গোটা দুনিয়া যখন পাকিস্তানের করুণ অবস্থা নিয়ে চিন্তিত, ঠিক সেই আবহে আজব দাবি করে বসলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।
সম্প্রতি পাকিস্তানের নিউজ চ্যানেল দুনিয়া নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, জল নিয়ে গোটা বিশ্ব আতঙ্কের মধ্যে রয়েছে। এমন সময়ে পাকিস্তানে বন্যা একটি সুখকর কাকতালীয় ঘটনা। মানুষের উচিৎ এটাকে আল্লার আশীর্বাদ হিসেবে বিবেচনা করা। এটা কোনও দুর্যোগ নয়।
আসিফের কথায়, পাঞ্জাব ও খাইবারের বেশ কিছু এলাকার মানুষ রাস্তা অবরোধ করছেন। তারা বন্যার কারণে প্রশাসনের দিকে আঙুল তুলছেন। এই ধরনের লোকেদের প্রথমে জল সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা উচিত। পাক প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, পাকিস্তানিদের উচিৎ বন্যার জল বাড়িতে নিয়ে যাওয়া। আসলে এই জল সংরক্ষণ করতে হলে বাঁধের প্রয়োজন পড়বে। তবে বর্তমানে সেটা সম্ভব হবে না। তাই পাকিস্তানের মানুষের উচিৎ ঘরে থাকা বিভিন্ন পাত্রে এই জল সংরক্ষণ করে রাখা। এদিন খাজা আরও বলেন, বন্যার জন্য মানুষ পাকিস্তান সরকারকে মিথ্যা দোষারোপ করছে। এমন পরিস্থিতির জন্য স্থানীয় সরকার দায়ী।
Strongly condemn tone deaf comments by Defence Minister Khawaja Asif against the people of Sindh.
“Sindhis were blocking roads for the river. They should consider these floods as a blessing and keep the water in their homes.” pic.twitter.com/UkKdBHCeis
— Kumail Soomro (@kumailsoomro) September 1, 2025
অবশ্যই পড়ুন: বিশেষ কারণে রোহিত, বিরাটদের কামব্যাক সিরিজে খেলবেন না প্যাট কামিন্স!
উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যার কারণে ইতিমধ্যেই 20 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ প্রসঙ্গে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী জানিয়েছেন, পাঞ্জাবে এই প্রথম এমন বন্যা দেখা দিল। এবছর পাঞ্জাবের তিনটি নদী, ঝিলাম, চেনাব এবং রবির জল ফুলে ফেঁপে উঠেছে। সরকারি সূত্রে খবর, বন্যার কারণে গোটা পাকিস্তান জুড়ে মোট 850 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত 100 বছরে এমন বন্যা দেখেনি ইসলামের দেশ।