বর্ধমানে গণধর্ষণ, বিএলও-র আত্মহত্যা…! একঝলকের আজকের সেরা ১০ খবর (২২ নভেম্বর)

India News

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ নভেম্বর, শুক্রবার। কোথাও ট্রেন বাতিল (indian railways) তো কোথাও গনধর্ষণ, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। পূর্ব বর্ধমানে গণধর্ষণের, বিএলও-র আত্মহত্যা, পেট্রোল-ডিজেলের দাম, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত পার্কিং বন্ধ কলকাতায়

কলকাতা পুরসভার থেকে তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত রাস্তায় গাড়ি পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। জঞ্জাল পরিস্কারের সময় রাস্তায় সারাদিন দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে পুরকর্মীরা দিনের পর দিন সমস্যায় পড়ছিলেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনেকে গাড়ির ফাঁকে বা পেছনে ময়লা ফেলেন। ফলে সেই জায়গা অপরিষ্কার থেকে যায়। তাই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে হাইকোর্টের দ্বারস্থ আরবিএনএল

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে ফের জট বাড়ল। বেলঘাটা-গৌর কিশোর ঘোষ স্টেশনের মাঝে ৩৬৬ মিটার অংশের কাজ কলকাতা পুলিশের অনুমতি না মেলার কারণে আটকে গিয়েছে বলে অভিযোগ করছে আরবিএনএল। এমনকি হাইকোর্টের নির্দেশে রাজ্য পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষের যৌথ বৈঠকে নভেম্বরের শনিবার এবং রবিবার চিংড়িঘাটা ক্রসিং বন্ধ করে কাজের সুযোগ দেওয়ার আশা মিলেছিল। তবে পরে কোনওরকম এনওসি জারি করা হয়নি। এর ফলে আরবিএনএল হাইকোর্টে এবার লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশ পেয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আজ থেকে পেট্রোল-ডিজেলের দামে পরিবর্তন

২২ নভেম্বর দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দামে অনেকটাই পরিবর্তন হল। দিল্লি, কলকাতা, মুম্বাই সহ বেশ কয়েকটি বড় বড় শহরে অপরিবর্তিত থাকলেও চেন্নাই, গুরগাঁও, জয়পুরে অনেকটাই কমেছে। ভুবনেশ্বরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। কলকাতায় পেট্রোল ১০৫.৪১ টাকা এবং ডিজেল ৯২.০২ টাকা। অন্যদিকে দিল্লিতে পেট্রোল পাওয়া যাচ্ছে ৯৪.৭৭ টাকায় আর ডিজেল পাওয়া যাচ্ছে ৮৭.৬৭ টাকায়। চেন্নাইতে আবার পেট্রোল-ডিজেলের দাম কমেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) নদিয়ায় এসআইআর আতঙ্কে আত্মঘাতী বিএলও রিঙ্কু তরফদার

নদীয়ার কৃষ্ণনগরে এসআইআর কাজের অতিরিক্ত চাপে আত্মঘাতী হয়েছেন ৫৩ বছর বয়সী বুথ লেভেল অফিসার এবং পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু তরফদার। বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। এমনকি একটি সুইসাইড নোট পাওয়া যায়। আর সেখানে তিনি নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এবং লেখেন, অমানবিক কাজের চাপ তিনি সহ্য করতে পারেননি। কম্পিউটার দক্ষতা কম হওয়ায় প্রশাসনিক টার্গেটের চাপ এবং শাস্তির আতঙ্কে মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিলেন। এমনকি পরিবারের কাছেও ক্ষমা চাইছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) উত্তরপাড়ায় বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে গ্রেপ্তার তিন

হুগলির উত্তরপাড়ার আর. কে. স্ট্রিটে সদ্যজাত শিশুর পরিবারের থেকে জোর করে অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র করে এবার দুই বৃহন্নলা গোষ্ঠীর মধ্যে ব্যাপক ঝামেলা এবং মারধর হয়। বাড়িতে গিয়ে টাকা দাবি করার অভিযোগ একটি দল পৌঁছলে অন্য গোষ্ঠী আবার দলবল নিয়ে এসে প্রথম দলের উপর হামলা চালিয়েছে। ঘটনাস্থলে তীব্র উত্তেজনা ছড়ায়। এমনকি পুলিশ হিমশিম খেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তিন বৃহন্নলাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) পূর্ব বর্ধমানে ফের গণধর্ষণের ঘটনা

গত সোমবার পূর্ব বর্ধমানের আউশগ্রামে রাত সাড়ে ন’টা নাগাদ এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। জানা যাচ্ছে, তিনি দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে বাইরে বেরিয়েছিল। রাতের অন্ধকারে সুযোগ বুঝে তখনই তাদের উপর চড়াও হয় দু’জন যুবক। এমনকি জোর করে টেনে তাদেরকে বাঁশবাগানে নিয়ে যায়। আর সেখানে উপস্থিত ছিল বাকি চারজন অভিযুক্ত। কিশোরীর দূর সম্পর্কের সেই আত্মীয়কে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলা হয়। তবে ওই সময় নির্যাতিতার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কুয়াশার জন্য বাতিল ২৪ জোড়া ট্রেন (Indian Railways Update)

শীতকালে কুয়াশার জন্য নিরাপত্তার কারণে ১ ডিসেম্বর থেকে ৩ মার্চ পর্যন্ত ভারতীয় রেল ২৪ জোড়া ট্রেন বাতিল করেছে। উত্তর ভারতের ঘন কুয়াশায় দূরপাল্লার ট্রেন নিয়মিত দেরি হওয়ার কারণে এই সিদ্ধান্ত। বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, অসম, পাঞ্জাব, দিল্লি এবং উত্তরপ্রদেশের বেশ কিছু যাত্রীরা এতে প্রভাবিত হবে। মূলত টাটা-অমৃতসর, হাতিয়া-আনন্দবিহার, সাঁতরাগাছি-আনন্দবিহার, কামাখ্যা-গয়া, দেরাদুন-হাওড়া সহ বেশ কিছু ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) রানীগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে গ্রেপ্তার তিন

রানীগঞ্জের হোন্ডা সিটি গাড়িতে করে এবার ছাগল চুরি করতে গিয়ে তিন যুবক ধরা পড়েছে। বক্তানগর এলাকা থেকে ছাগল তুলে পালাতে গিয়ে স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে। পালানোর সময় গাড়ি দুটি মোটরসাইকেল এবং পথচারীদের ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় এবং বিদ্যুতের খুঁটিতে গিয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। চোরদেরকে মারধর করে আটক করে স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যে তিনজন অভিযুক্ত মহম্মদ শামিম, মহম্মদ মাহমুদ ও দিননাথ জয়সওয়ালকে গ্রেফতার করেছে। এলাকায় সম্প্রতি ছাগল চুড়ি বেড়ে যাওয়া নিয়ে শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) ভারতের শিক্ষা, সংস্কৃতির রক্ষা করতে ১০০ কোটি টাকা অনুদান আদানির

ভারতের শিক্ষা এবং সংস্কৃতির ঐতিহ্য রক্ষা করতে ইন্ডিয়ান নলেজ গ্রাফ গঠনের তাগিদে ১০০ কোটি টাকার অনুদান ঘোষণা করলেন গৌতম আদানি। ইন্ডোলজি কনক্লেভে তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দেশের প্রাচীন জ্ঞান এবং সংস্কৃতির সংরক্ষণ করা জরুরী। এমনকি এটি তিনি সভ্যতার ঋণ পরিশোধ বলে উল্লেখ করেছেন। ভাষা, জ্যোতির্বিজ্ঞান, গণিত, স্বাস্থ্য সেবা এবং শাস্ত্রীয় সাহিত্য সংরক্ষণের ডিজিটাল কাঠামো গড়ে তোলার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি ১৪ জন পিএইচডি গবেষককে তহবিল দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মুর্শিদাবাদে হিন্দু পরিচয়ে বসবাস ২.৬৮ লক্ষ বাংলাদেশীর

এসআইআর প্রক্রিয়া শুরুর পরেই মুর্শিদাবাদে ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অভিযোগ আরও বাড়ছে। বিজেপির দাবি, জেলায় প্রায় ২.৬৮ লক্ষ অনুপ্রবেশকারী হিন্দু উপাধি গ্রহণ করে পরিচয় বদলে ভোটার তালিকায় ঢুকে পড়েছে। এমনকি অমিত মালব্য অভিযোগ করে বলেছেন, অনেকে বহু জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড তৈরি করছে। বিজেপির দাবি, এর ফলে এলাকায় দাঙ্গার আবহ এবং হিন্দুদের সংখ্যা দিনের পর দিন কমছে। তৃণমূল এসআইআর বন্ধের দাবি তুললেও বিজেপি জানিয়েছে, এসআইআর শেষে অবৈধ বাংলাদেশী থাকতে দেওয়া হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment