বর্ষবরণে দীঘায় এবার নতুন চমক, প্রমোদতরীতে চেপে দেখতে পারবেন নৈসর্গিক দৃশ্য

Digha Cruise

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই ধীরে ধীরে সেজে উঠছে দীঘা। এখন দীঘা যাওয়ার জন্য কোনও উপলক্ষ লাগে না, ব্যাগপত্তর গুছিয়ে, দিনের ট্রেন বা রাতের বাসে ধরে ভোরের মধ্যে দীঘা ঢুকে যাওয়া যায়। প্রশাসনের দাবি অনুযায়ী, নব নির্মিত জগন্নাথ মন্দির, ঢেউসাগর সহ দীঘায় নিত্যনতুন বিনোদনমূলক জিনিসপত্র শুরু হওয়ায় পর্যটকের সংখ্যা আরও বেড়েছে। এদিকে সামনেই রয়েছে নতুন বছর। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরী মানুষ। তৈরী হয়ে আছে দীঘাও। বর্ষবরণটা আরও স্মরনীয় করে রাখতে প্রশাসনের তরফে বিশাল বন্দোবস্ত করা হল। পর্যটকদের আনন্দ যাতে দ্বিগুণ হয় সেটার জন্য বড় পদক্ষেপ নেওয়া হল দীঘা প্রশাসনের তরফে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

বর্ষবরণ উৎসবে দীঘায় থাকছে বড় চমক

একদম গোয়া বা বিদেশের মতো এবার বছরশেষে আপনিও দীঘার সমুদ্রে প্রমোদতরীতে (Digha Cruise) ভেসে বেড়াতে পারবেন। এমনকি প্রমোদতরীতে বসে বা দাঁড়িয়েই আপনি আকাশে দারুণ কিছু একদম বাঁধিয়ে রাখার মতো আতশবাজি দেখতে পারবেন। শুনতে স্বপ্নের মতো শোনালেও এটাই সত্যি। অর্থাৎ এরকম কিছু দৃশ্য দেখার জন্য আর আপনাকে অতিরিক্ত টাকা খরচ করে বিদেশে বা গোয়ায় পাড়ি দিতে হবে না।

জানা গিয়েছে, সকলের উৎসবের আমেজকে আরও এক অন্য মাত্রায় পৌঁছে দিতে দীঘায় আয়োজন করা হচ্ছে ‘দিঘা বিচ ফেস্টিভ্যাল ও বর্ষবরণ উৎসব’। বছরের শেষ দু’দিন, অর্থাৎ ৩০ এবং ৩১ ডিসেম্বর ওল্ড দিঘা, নিউ দিঘা এবং শঙ্করপুর সৈকতে হবে উদ্‌যাপন। জানা গিয়েছে, দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন এবং দিঘা উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) যৌথ উদ্যোগে।

দীঘার সমুদ্রে প্রমোদতরী, চলবে আতশবাজি

এই উৎসবের আওয়ায় সমুদ্রে ঘুরে বেড়াবে প্রমোদতরী। বর্ষবরণের রাতে সেখান থেকেই চলবে বাজির প্রদর্শনী বলে খবর। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি দীঘার হোটেলগুলিতে বুকিং-এর সংখ্যা বাড়ছে। বাড়ছে পর্যটকদের সংখ্যাও। হোটেল ব্যবসায়ী সংগঠনের যুগ্ম সম্পাদক শীর্ষেন্দুবিকাশ কুন্ডু জানিয়েছেন, ‘২৫ ডিসেম্বর থেকেই গোটা দিঘা শহর সেজে উঠবে আলোর রোশনাইয়ে, ঠিক যেমনটা দেখা যায় কলকাতার পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায়। এক দিকে হোটেল ব্যবসায়ীরা নিজেদের প্রতিষ্ঠান সাজাবেন, অন্য দিকে ডিএসডিএ-এর সৌজন্যে জগন্নাথ মন্দির সংলগ্ন রাস্তা, ওল্ড দিঘা ও নিউ দিঘার বিস্তীর্ণ সমুদ্রসৈকত ঝলমলে আলোয় সাজবে।’

​​৩০ ডিসেম্বর ওল্ড দিঘায় ‘দিঘালী’র সামনে সৈকতে এই উৎসবের সূচনা হবে। আয়োজকেরা জানিয়েছেন, দু’দিনের এই উৎসবে বিশিষ্ট শিল্পীরা উপস্থিত থাকবেন। তবে এ বারের মূল আকর্ষণ সমুদ্রের বুকে। ৩১ ডিসেম্বরের রাত ১১.৫৫ মিনিট থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত চলবে বাজি প্রদর্শনী।

Leave a Comment