সহেলি মিত্র, কলকাতাঃ একদিনের ছুটিতে আপনিও কি এই বর্ষায় কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বাজেট কম অথচ নতুন ডেস্টিনেশনের খোঁজ করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের বাংলা থেকে মাত্র কয়েক কিমি দূরে এমন এক সুন্দর জায়গার সন্ধান দেব যেখানে গেলে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আগে কেন আসেননি, এটা ভাবতে বাধ্য হবেন। এমনিতে বর্ষাকালে যে কোনও জায়গা ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। এই সময়ে অনেকেই আছেন যারা একটু পাহাড়, ঝর্ণা দেখতে চান। তেমনই একদিনের ছুটিতে আপনি ঘুরে আসতে পারেন ‘মতিঝর্ণা’ থেকে।
একদিনের ছুটিতে ঘুরে আসুন ‘মতিঝর্ণা’
এমনিতে রোজকার ব্যস্ত জীবনে কমবেশি সকলেই হাঁপিয়ে উঠেছেন। এই পরিস্থিতিতে একদিন বা দুদিনের ছুটি যেন নেওয়া মাস্ট হয়ে উঠেছে। ফলে আপনিও যদি এই ছুটির সদ্ব্যবহার করতে চান তাহলে ঘুরে আসতে পারেন মতিঝর্ণা (Moti Jharna) থেকে। এই জায়গাটিতে রামপুরহাট থেকে অনায়াসেই যাওয়া যায়। এখানে সারাদিনে ঘুরতে আপনার বেশি টাকা খরচও হবে না।
আরও পড়ুনঃ আজ থেকে ১০ আগস্ট অবধি একাধিক ট্রেন বাতিল, নোটিশ জারি করল দক্ষিণ-পূর্ব রেল
এই মতিঝর্ণা ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। রামপুরহাট স্টেশন থেকে কয়েকটি লোকাল ট্রেন ছাড়ে মতিঝর্ণার সবথেকে কাছের স্টেশন মহারাজপুরের উদ্দেশ্যে। এই মহারাজপুর স্টেশন পূর্ব রেলের মালদা ডিভিশনের অন্তর্গত। পাশাপাশি হাওড়া-জয়নগর এক্সপ্রেস ধরেও আপনি মহারাজপুর স্টেশনে যেতে পারবেন। উল্লেখ্য, রামপুরহাট স্টেশন থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর ঝর্ণাটি এক অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এখানে আপনি দেখতে পাবেন। মনে হবে, প্রকৃতি যেন এই মতিঝর্ণায় উজার করে দিয়েছে।
কীভাবে যাবেন?
এখন নিশ্চয়ই ভাবছেন যে এরকম লোভনীয় জায়গায় কীভাবে যাবেন? তাহলে জানিয়ে রাখি, এর জন্য আপনাকে প্রথমে কলকাতা থেকে রামপুরহাট স্টেশন। এরপর সেখানে থেকে ট্রেনে চেপে আপনাকে নামতে হবে মহারাজপুর স্টেশনে। ট্রেন ভাড়া পড়বে মাত্র ৩০ টাকা। এরপর মহারাজপুর স্টেশন থেকে মতিঝর্ণা দূরত্ব চার কিলোমিটার। এখান থেকে আপনি অটো পেয়ে যাবেন। ভাড়া নেবে মাত্র ২০ টাকা। এখানে জানিয়ে রাখি, এই মতিঝর্ণাটি ‘মতি ধাম’ নামেও পরিচিত। আপনি একদিনের ছুটিতে আরাম সে এখান থেকে ঘুরে আসতে পারেন। তাহলে আর দেরি না করে আজই প্ল্যান করুন এবং ঘুরে আসুন এই মতিঝর্ণা থেকে।