বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্ষার মরসুম শুরু হতেই দাপাদাপি বেড়েছে নানান বিষধর সাপের। বিশেষ করে গ্রামাঞ্চলে বর্ষার কারণে মাঠ ঘাট জলে ভরে যাওয়ায় গর্তের ফাঁক-ফোকরে জলে জল অবস্থা। মূলত সেই কারণে জীবন বাঁচাতে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ছে বিভিন্ন বিষধর সাপ। আর তাতেই একেবারে রাতের ঘুম উড়ে যায় অনেকেরই। আর সেটাই স্বাভাবিক!
ঘরে সাপ দেখতে পেয়েই একেবারে আস্তারাম খাঁচা ছাড়া অবস্থা হয়! কেউ কেউ আবার ঘরে সাপ দেখতে পেলেই আত্মরক্ষার স্বার্থে সেটিকে মেরে ফেলেন। তবে অনেকেই হয়তো জানেন না, ঘরে সাপ ঢুকলে তাকে না মেরে এই কাজগুলি করেই কাটিয়ে দেওয়া সম্ভব। হ্যাঁ, এমন কিছু নিয়ম রয়েছে যা মেনে চললে ঘরে ঢুকলেও দ্রুত সেখান থেকে পালিয়ে যাবে সাপ। কী সেই নিয়ম? জেনে নিন।
সাপ না মেরে এই কাজ করুন
ঘরে কোনও সাপকে ঢুকতে দেখেই তড়িঘড়ি সেটিকে মেরে ফেলা হল, এমন বহু উদাহরণ রাজ্যের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই কাজ একেবারেই ঠিক নয়। ঘরে ভুলবশত সাপ ঢুকে গেলে সেটিকে আঘাত না করে নিস্তব্ধতা বজায় রেখেই তাড়িয়ে দেওয়া যায়! বলে রাখি, ঘরে সাপ ঢুকলে সেটিকে আঘাত করা হলে পরিস্থিতি বেগতিক হতে পারে।
তাই ভুলেও সাপের গায়ে আঘাত করবেন না। এমনও অনেকেই রয়েছেন, সাপ তাড়ানোর জন্য মুখ দিয়ে নানান আওয়াজ করতে থাকেন। এই কাজও একদমই ঠিক নয়। এতে সরীসৃপটি ভয় পেয়ে আপনাকে কামড়ে দিতে পারে। তাহলে কী করবেন? কোন কাজ করলে, একেবারে শান্ত ছেলের মতো ঘর থেকে বিদায় নেবেন তিনি?
অবশ্যই পড়ুন: আধার কার্ড নিয়ে একাধিক কঠিন নিয়ম চালু করতে চলেছে UIDAI, না জানলেই বিপদ
বলে রাখা ভাল, সাপ ঘরে ঢুকলে পরিবারের সকলে মিলে চিৎকার জুড়ে দিলে সমস্যা কমার বদলে বেড়ে যেতে পারে। তাই প্রথমে সাপটি যেদিকে যেতে চাইছে তাকে সেদিকেই যেতে দিন। মুখে কোনও আওয়াজ করবেন না। ঘরে শান্তি বজায় রাখলে সাপ ধীরে ধীরে নিজের রাস্তা খুঁজে বেরিয়ে যাবে। একই সাথে, পরিবারে কোনও পোষ্য থাকলে এই সময়ে তাঁকে কোনও ঘরে নিরাপদে আটকে রাখুন।
সবচেয়ে বড় কথা, ঘরে সাপ ঢুকলে ভুলেও সেটিকে ধরার চেষ্টা করবেন না। প্রাণীটিকে সময় দিন! সে ধীরে ধীরে আপনার আবাসস্থল পরিত্যাগ করবে। তবে হ্যাঁ, অবশ্যই সাপটির গতিবিধির ওপর নজর রাখুন। শেষ পর্যন্ত সেটি বেরিয়ে গেলে ঘরের দরজা জানলা বন্ধ করে দিন। এছাড়াও ঘরে কোনও বিষধর সাপ ঢুকে থাকলে নিজে কেরামতি না দেখিয়ে কোনও সর্প বিশারদ কিংবা অ্যানিমেল রেসকিউ টিমকে খবর দিতে পারেন। তাঁরা এসে ওই সাপটি উদ্ধার করে নিয়ে যাবেন।