বলে বলে ৭ গোল, পাকিস্তানের পর এবার বাংলাদেশের দলকে গুঁড়িয়ে সাফ ফাইনালে ইস্টবেঙ্গল

East Bengal FC in 2025 SAFF Women’s Club Championship Final

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে বিদেশের মাটিতে কিছুদিন আগেই পাকিস্তানের দলকে গুঁড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এবার ভাই বাংলাদেশকেও লাল চোখ দেখালেন মশাল কন্যারা। শহরের এই ঐতিহ্যবাহী দলের ক্রমাগত আক্রমণের সামনে একেবারে নিঃশ্বাস চেপে লড়তে হয়েছে প্রতিপক্ষকে। কিন্তু তাতেও কাজের কাজ হয়নি। বাংলাদেশের দল নাসরিন স্পোর্টস অ্যাকাডেমিকে হাতে গোনা 7 গোল দিয়েছে ইস্টবেঙ্গল। বিপরীতে, গোলের মুখই খুলতে পারেনি ওপার বাংলার দল।

টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

চলতি টুর্নামেন্টে পরভূমিতে শক্তি প্রদর্শন করছেন ইস্টবেঙ্গলের নারীরা। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে 4-0 গলে হারানোর পর সম্প্রতি পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে 2-0 ব্যবধানে জয় নিশ্চিত করে লাল হলুদ। এবার সেখান থেকেই বাংলাদেশের দলের দাপটকে ছত্রভঙ্গ করে হাতির পাঁচ পা দেখালেন মশাল কন্যারা।

অন্যদিকে, ইস্টবেঙ্গলের ক্রমাগত আক্রমণের সামনে একেবারে কাবু হয়ে পড়েছিল বাংলাদেশের মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল নাসরিন। বলাই বাহুল্য, এদিন ইস্টবেঙ্গলের হয়ে একাই 5 গোল করে ক্ষমতা জাহির করেছিলেন বছর 25 এর স্ট্রাইকার ফাজিলা। উগান্ডার মহিলা ফুটবলার বিগত প্রতিটা ম্যাচেই নিজের সাধ্যমত দলকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন।

এদিন, ম্যাচের একেবারে শুরুতেই অর্থাৎ প্রথম 7 মিনিটে ইস্টবেঙ্গলকে গোল করে এগিয়ে দেন ফাজিল। এরপর, 27 মিনিটে একটি ও 45 মিনিটে একই ঘটনার পুনরাবৃত্তি করে বোর্ডে সংখ্যা যোগ করেন উগান্ডার ফুটবলার। এখানেই শেষ নয়, ম্যাচ বাকি 45 মিনিটে পৌঁছতেই আরও দুটি গোল করেন ফাজিলা। বিদেশি স্ট্রাইকারের 5 গোলের পাশাপাশি লাল হলুদের হয়ে বাকি দুটি গোল করেছিলেন সুরঞ্জনা এবং জ্যোতি চৌহান।

অবশ্যই পড়ুন: ১ লাখ রাখলে পেতেন ৭.৩৩ কোটি, ১৫ টাকার স্টকে বিনিয়োগ করে জীবন বদলেছে অনেকের

প্রসঙ্গত, বিগত তিন ম্যাচে নিজেদের দাপট বজায় রেখে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষস্থানে বসেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে ফেলল ইস্টবেঙ্গলের নারী ব্রিগেড। আগামী 20 ডিসেম্বর, শনিবার প্রথম সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

Leave a Comment